বঙ্গোপসাগরে ক্রমশ চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ‘মিগজাউম’। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ঘনীভূত হবে অতি-গভীর নিম্নচাপ। উত্তর অন্ধ্র এবং দক্ষিণ ওড়িশা উপকূলের দিকে তা এগিয়ে যাবে। যদিও সাইক্লোনের কোনও প্রভাব দক্ষিণবঙ্গে পড়বে কিনা তা এখনই বলা সম্ভব নয়। এই নিম্নচাপের অভিমুখ পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে হতে চলেছে। এই গভীর নিম্নচাপের প্রভাবে রাজ্যে হাওয়া বদল হয়েছে।
বৃহস্পতিবারের মধ্যে তা শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে। অন্যদিকে, পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে শীতের আমেজ বাড়বে। যদিও উত্তরবঙ্গে এই নিম্নচাপের প্রভাব তেমন পড়বে না বলেই জানা গিয়েছে। আপাতত উত্তরবঙ্গে থাকবে শীতের আমেজ।
পূর্বাভাস বলছে, শীতের আমেজ কমে বাড়বে উষ্ণতা। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে। ৩০ নভেম্বর থেকে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান এবং নদিয়াতে। নভেম্বরের শেষ দিকে দার্জিলিং, কালিম্পঙে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
বৃহস্পতিবার কলকাতার আকাশ দিনভর মেঘলাই থাকবে। ভোর হতেই শিরশিরানি পারদ পতন দেখা দিয়েছে। কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলির বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আরও কমবে। এদিন কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস।