ব্রেকিং নিউজ রাজ্য

ওমিক্রন আতঙ্কের মাঝে করোনা বিধিনিষেধ শিথিল

পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানানোর উৎসব দোড়গোড়ায়। এই উৎসবের মরশুমে রাজ্যের করোনা বিধিনিষেধ শিথিল করল সরকার। রাত্রে হোটেল- রেস্তরাঁ খুলে রাখার সময় বদলে দিল নবান্ন। বুধবার এই নির্দেশিকা জারি করা হয়েছে। নতুন বছরের ১৫ জানুয়ারি পর্যন্ত করোনা বিধির মেয়াদ বাড়ান হল। বড়দিন ও নববর্ষের কথা ভেবে নিয়মবিধি শিথিল করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।

 

সাধারণত ২৫ ডিসেম্বর থেকে ১ জানুযারি, সপ্তাহব্যাপী উৎসবের আনন্দে মেতে থাকেন রাজ্যের বাসিন্দারা। ভিড় জমে কলকাতার পার্ক স্ট্রিট-সহ একাধিক অঞ্চলে। হুল্লোড়ে মাতেন শহরবাসী। এবার তাঁদের কথা মাথায় রেখেই রাজ্যের কোভিডবিধি শিথিল করা। ২৪ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত শিথিল করা হচ্ছে রাজ্যের করোনা বিধি। থাকবে না রাত্রিকালীন কারফিউ-ও। সারারাত খোলা রাখা যাবে হোটেল, রেস্তরাঁ, বার-ও। কিন্তু উৎসবের মাঝেই মাথাচারা দিয়েছে ওমিক্রন আতঙ্ক।

উল্লেখ্য, এর আগে দুর্গাপুজো, কালীপুজো, জগদ্ধাত্রী পুজোর দিনও করোনা বিধিনিষেধ শিথিল করা হয়েছিল।  এতদিন রাত ১১টার মধ্যে বার-রেস্তরাঁ বন্ধ করে দেওয়া হচ্ছিল। যদিও নতুন বছরের ১৫ জানুয়ারি পর্যন্ত রাজ্যে কোভিডবিধি কার্যকর থাকবে। ছাড় শুধু এই ৯ দিন।

প্রসঙ্গত, রাজ্যে এক ওমিক্রন আক্রান্ত শিশুর খবর পাওয়া গিয়েছে আবু ধাবি থেকে বিমানে ১০ তারিখ মধ্যরাতে হায়দরাবাদে নেমেছিল শিশুটির পরিবার। সেখানে আরটি পিসিআর পরীক্ষা করা হয়। বিদেশ থেকে আসায় জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয় লালারস। আরটি পিসিআরের রিপোর্টে জানা যায়, শিশুটি করোনা পজিটিভ। জিনোম সিকোয়েন্সিংয়ের রিপোর্টে জানা গিয়েছে শিশুটি করোনার নতুন ভেরিয়েন্ট ওমিক্রনে আক্রান্ত।