ডেঙ্গু ও ম্যালেরিয়ার মাঝে এবার পশ্চিমবঙ্গে নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এক ব্যক্তি। নিপা ভাইরাসে আক্রান্ত সন্দেহে পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের বাসিন্দা ওই ব্যক্তিকে বেলেঘাটা আইডি-তে ভর্তি করা হয়েছে। ন্যাশনাল মেডিক্যাল কলেজ থেকে বেলেঘাটা আইডি-তে স্থানান্তরিত করা হয়েছে তাঁকে। নমুনা পাঠানো হচ্ছে পুণের এনআইভি-তে।
এবার রাজ্যে নিপা ভাইরাসে আক্রান্ত এক ব্যক্তির খোঁজ পাওয়া গিয়েছে। পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের বাসিন্দা ওই ব্যক্তি এখন কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জ্বর-সহ অন্যান্য উপসর্গ রয়েছে তাঁর। আক্রান্তের নমুনা পরীক্ষার জন্য পুণে-তে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।
আপাতত তাঁকে আইসোলেশনে রাখা হয়েছে। আক্রান্ত ওই ব্যক্তি কেরল ফেরত পরিযায়ী শ্রমিক বলে জানা গিয়েছে। এই ভাইরাস খুব তাড়াতাড়ি একজনের থেকে আর একজনের শরীরে প্রবেশ করতে পারে, তাই এই রোগ ছড়ায়ও বেশি। আর এই সংক্রমণে মৃত্যুহারও বেশি। ফলে উদ্বিগ্ন প্রশাসন।