রাজ্য পুলিশের পর এবার জেলা প্রশাসনে বড়সড় রদবদল মুখ্যমন্ত্রীর। এবার বদলি করা হল রাজ্যের ১৫৮ জন আধিকারিককে। ডব্লিউবিসিএস স্তরে বদল করা হয়েছে ১২১ জনকে। যার মধ্যে ৪০ জন আইএএস অফিসার রয়েছেন। ২৬ জন এসডিও রয়েছেন।
অন্যদিকে, ৩৭ জন অতিরিক্ত জেলা শাসক রয়েছেন। এদের মধ্যে তিন জনের দায়িত্বে বদল এসেছে। দার্জিলিংয়ের নতুন জেলাশাসক প্রীতি গোয়েলকে ‘গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন’-এর অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। পর্যটন দফতরের সিনিয়র বিশেষ সচিব শশাঙ্ক শেঠিকে দফতরের ডিরেক্টর করা হয়েছে। হাওড়ার অতিরিক্ত জেলা শাসক আর পুর কমিশনার ধবল জৈন শুধুমাত্র পুরনিগমের কমিশনার পদেই থাকবেন।
বাকি ৩৭ জনের মধ্যে ১৩ জনকে বদলি করা হয়েছে যুগ্মসচিব পদে। ১৪ জন অফিসার অতিরিক্ত জেলা শাসক পদে দায়িত্ব পেয়েছেন। বদলি ১০ জন আইএএস অফিসার বিভিন্ন দফতরে ‘অফিসার অন স্পেশাল ডিউটি’-পদে কর্মরত ছিলেন। নবান্নের নির্দেশিকা অনুসারে তাঁদের এসডিও পদে বদলি করেছে রাজ্য সরকার।