মকর সংক্রান্তির পর এবার মাঘী পূর্ণিমা। নিউ নর্মালে আজ ভোর থেকে শুরু হয়েছে মাঘী পূর্ণিমার পুণ্যস্নান। এই পুণ্য তিথিতেও সাগর স্নানের জন্য মঙ্গলবার দিনভর শহর কলকাতা ও লাগোয়া জেলাগুলো থেকে হাজার হাজার মানুষ ভিড় জমিয়েছিল গঙ্গাসাগরে। কোভিড বিধি মেনে চলার পাশাপাশি ভিড় আটকাতে পুণ্যার্থীদেরকে লাইন দিয়ে কপিলমুনির মন্দিরে ঢুকে পুজো দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।
করোনার কারণে এবছর গঙ্গাসাগর মেলাতে পুণ্যার্থীদের সংখ্যা ছিল গত কয়েক বছরের তুলনায় কম। বর্তমানে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকার কারণে মাঘী পুর্ণিমাতে পুণ্যার্থীদের ঢল দেখা গেল সাগরে। আগে মাঘী স্নানে আগত পুণ্যার্থীদের রাত কাটানোর ভীষণ সমস্যায় পড়তে হত। তাই এবার পুণ্যার্থীদের সমস্যার কথা মাথায় রেখে গঙ্গাসাগর গ্রামপঞ্চায়েতের পক্ষ থেকে মেলা মাঠে বিশাল বিশাল বেশ কয়েকটি ছাউনি তৈরী করে দেওয়া হয়েছে। সেখানে পানীয় জল থেকে শৌচাগারের বন্দোবস্ত করা হয়েছে। পুণ্যার্থীদের ভিড় দেখে কচুবেড়িয়া ও নামখানার চেমাগুড়ি থেকে বেনুবন পর্যন্ত মুড়িগঙ্গা নদীতে অতিরিক্ত ভেসেল ও লঞ্চের বন্দোবস্ত করেছে জেলা প্রশাসন। সেখান থেকে গঙ্গাসাগরে পৌছানোর জন্য অতিরিক্ত বাসের ব্যবস্থা রাখা হয়েছে।
প্রসঙ্গত, বাংলা বছরের দশম মাস হল এই মাঘ মাস। মাঘ মাসের পূর্ণিমাকেই মাঘী পূর্ণিমা বলা হয়ে থাকে। এই বিশেষ দিনে পুন্যলাভের আশায় অনেকেই গঙ্গাস্নান করে থাকেন।করোনার সমস্ত বিধিনিষেধ মেনে চলছে পূজা। গত বছর করোনার জেরে তেমন মানুষের ভিড় দেখা যায়নি সেখানে। তবে এবছর সকাল থেকেই সেখানে ভক্ত সমাগম দেখা যায়।