উত্তর ২৪ পরগনা জেলার গাইঘাটা থানার ঠাকুরনগর বাজারে এক ফল ব্যবসায়ীর উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালালো একদল দুষ্কৃতী। ফল ব্যবসায়ী মনোরঞ্জন মজুমদারের মাথা সহ একাধিক জায়গায় কোপ লাগে। তাকে বাঁচাতে গিয়ে জখম হন তার ভাই সুরঞ্জন মজুমদার। তার পেটেও অস্ত্রের কোপ লাগে। গুরুতর আহত অবস্থায় দুই ভাইকেই চাঁদপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হলে প্রাথমিক চিকিৎসা পর তাদেরকে বারাসাত হাসপাতালে রেফার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে ঠাকুরনগর রেলগেট এলাকায় নিজের দোকানে ব্যবসা করছিলেন মনোরঞ্জন। অভিযোগ, সেই সময় হঠাৎই একদল দুষ্কৃতী ধারালো অস্ত্র নিয়ে তার উপরে হামলা চালায়। দাদাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন ভাইও। এই ঘটনায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় ঠাকুরনগর বাজারে। পরবর্তীতে এক আক্রমণকারী পার্থ সমাদ্দার কে ধরে গণধোলাই দেয় সাধারণ মানুষ। খবর পেয়ে ঘটনাস্থলে গাইঘাটা থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছে আক্রমণকারীকে উদ্ধার করে চাঁদপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকেও অন্যত্র রেফার করা হয়। তবে ভরা বাজারে এইভাবে হামলার ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।