মুখ্য সচিবের নির্দেশের পর নড়েচড়ে বসল জেলা প্রশাসন।
রাজ্যের মুখ্য সচিব হরেকৃষ্ণ ত্রিবেদী নির্দেশ দিয়েছেন, আবাস যোজনা সার্ভেতে অঙ্গনওয়াড়ি ও আশা কর্মীদের পুলিশি নিরাপত্তা দিতে হবে। আর সেই নির্দেশ আসা মাত্রই তৎপর জেলা প্রশাসন।
উত্তর ২৪ পরগনার বসিরহাট – ২ নম্বর ব্লকের ধান্যকুড়িয়া গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে আবাস যোজনার ঘর সার্ভে করতে গেলেন স্বয়ং বসিরহাটের মহকুমা শাসক মৌসম মুখার্জি, ডেপুটি ম্যাজিস্ট্রেট, ডেপুটি কালেক্টর সীমন্ত মল্লিক, বসিরহাট দুই নম্বর ব্লকের বিডিও জয়দীপ চক্রবর্তী, বাদুড়িয়া এসডিপিও অভিজিৎ সিনহা মহাপাত্র, মাটিয়া থানার ওসি তাপস ঘোষ সহ একাধিক প্রশাসনিক কর্তারা। এদিন ধান্যকুড়িয়া গ্রামে বিভিন্ন আবাস যোজনার ঘরের তালিকার নাম নথিভুক্ত নিয়ে সরজমিনে খতিয়ে দেখেন তাঁরা এবং গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন।
সম্প্রতি স্বরূপনগরে এক অঙ্গনওয়াড়ি কর্মীর মৃত্যুর ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য প্রশাসনিক লেভেলে। ইতিমধ্যে আশা ও আইসিডিএস কর্মীরা নিরাপত্তা চেয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। এমনকি নিরাপত্তার অভাব জনিত কারণে বিক্ষোভ দেখিয়েছে বিভিন্ন জায়গায়। তারপরেই রাজ্য প্রশাসনের নির্দেশে স্বয়ং প্রশাসনের আধিকারিকরা মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে কারা ঘর পেয়েছে আর কারা পায়নি তার একটা পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরি করতে শুরু করেছেন।
যাদের আবাস যোজনা তালিকায় নাম রয়েছে তাদের বাড়ি বাড়ি গিয়ে নাম ধরে ধরে চিহ্নিত করা হচ্ছে। সব মিলিয়ে বুধবারের এই প্রশাসনিক ভিজিট অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং আগামী দিনে তারা লাগাতার এই কাজ করে যাবেন বলে জানিয়েছেন প্রশাসনিক কর্তারা।