জেলা টুকরো খবর

গরুপাচার মামলায় অনুব্রত ঘনিষ্ঠকে ফের তলব সিবিআইয়ের

গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ সাঁইথিয়ার চালকল মালিক রবীন টিব্রেওয়ালকে ফের তলব সিবিআইয়ের। একইসঙ্গে তাঁর সংস্থার এক হিসাবরক্ষককেও তলব করা হয়েছে। সূত্রের খবর,আগামী এপ্রিল মাসের ২ তারিখ রবীন টিব্রেওয়াল এবং হিসাবরক্ষককে যাবতীয় নথিপত্র নিয়ে কলকাতার নিজাম প্যালেসে তলব করা হয়েছে। গত সোমবারই রবীনকে জেরা করেন কেন্দ্রীয় গোয়েন্দারা। কিন্তু, বয়ানে একাধিক অসঙ্গতি থাকার কারণে ফের তাঁকে তলব করা হয়েছে বলে সিবিআই সূত্রে খবর। ইতিমধ্যেই গরু পাচার মামলার প্রধান অভিযুক্ত এনামুল হকের সঙ্গে ওই চালকল মালিকের আর্থিক লেনদেনের তথ্য প্রকাশ্যে এসেছে। সেই লেনদেনের সূত্র ধরেই জিজ্ঞাসাবাদ করা হয় রবীন টিব্রেওয়াল এবং তাঁর বাবকে। কিন্তু,এদিন তাঁরা একাধিক প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছে বলেই জানা গিয়েছে। কার্যত সেকারণেই চালকল মালিক এবং হিসাবরক্ষককে তলব করা হয়েছে।