চারটি বিধানসভা কেন্দ্র – রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা এবং মানিকতলায় উপ-নির্বাচনের ভোটের ফলাফল প্রকাশিত। উপনির্বাচনের চারটি কেন্দ্রে জয়ী শাসকদল।
জয়ের ‘মুকুট’ ছিনিয়ে নিলেন রানাঘাটের তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী। ৩৯ হাজার ৩৮ ভোটে বিজেপি প্রার্থীকে হারালেন তিনি। মানিকতলায় ৬২ হাজার ৩১২ ভোটে জয়ী তৃণমূলের সুপ্তি পাণ্ডে। বাগদা বিধানসভা আসনটি বিজেপির থেকে ছিনিয়ে নিল তৃণমূল কংগ্রেস। ২৫ বছর বয়সি মধুপর্ণা প্রায় ৩৪ হাজার ভোটে জিতেছেন এই আসনে। রায়গঞ্জে জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী।