কালীপুজো শেষ। নভেম্বরের শুরুতেও বাতাসে আর্দ্রতার পরিমাণ অনেক বেশি। সেই কারণে অস্বস্তিকর পরিবেশ এখনও বজায় রয়েছে। শীতের দেখা নেই।
হাওয়া অফিস সূত্রে জানা গেছে, শুক্রবার দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে। এদিন সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে৷
আবহাওয়া দফতর সূত্রে খবর, নভেম্বরের প্রথম দিন রাজ্যজুড়ে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে দুই চব্বিশ পরগনা ও দুই মেদিনীপুরে। এছাড়া উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার ছাড়া উত্তর দিনাজপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।