আবহাওয়া ব্রেকিং নিউজ রাজ্য

ডিসেম্বরের শুরুতেই বঙ্গে জাঁকিয়ে শীত, পথের কাঁটা হতে পারে ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ

ডিসেম্বরের শুরুতেই জাঁকিয়ে শীত পড়বে বাংলায়। তারই মধ্যে ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের ভ্রূকুটি। দক্ষিণ থাইল্যান্ড সাগর এবং দক্ষিণ আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যার কারণে সোমবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। এই গভীর নিম্নচাপের প্রভাবে মঙ্গলবার থেকে রাজ্যে হাওয়া বদলের পূর্বাভাস মিলেছে। নিম্নচাপের অভিমুখ হল অন্ধ্রপ্রদেশ উপকূল। এদিন বিকেলের মধ্যে তা শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে।

সূত্রের খবর, কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলির বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আরও কমবে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কাটিয়ে শহরজুড়ে উত্তুরে হাওয়ার আমেজ। সোমবার কলকাতার আকাশ দিনভর মেঘলাই থাকবে। বাড়বে ঠাণ্ডার পরিমাণ। কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।

পূর্বাভাস বলছে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে নভেম্বরের শেষ দিকে দার্জিলিং, কালিম্পঙে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্যদিকে, লাক্ষাদ্বীপে বজ্রপাত সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার থেকে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান এবং নদিয়াতে। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে।

অন্যদিকে, পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে শীতের আমেজ বাড়বে। যদিও উত্তরবঙ্গে এই নিম্নচাপের প্রভাব তেমন পড়বে না বলেই জানা গিয়েছে। আপাতত উত্তরবঙ্গে থাকবে শীতের আমেজ।