দেশ ব্রেকিং নিউজ

রাহুলের আবেদনে সাড়া সুপ্রিম কোর্টের, মোদী পদবী মামলায় শুনানি ২১ জুলাই

মোদী পদবী মামলায় কংগ্রেস নেতা রাহুল গান্ধির আবেদন নিয়ে ২১ জুলাই শুনানি হবে সুপ্রিম কোর্টে। মঙ্গলবার এমনটাই জানিয়েছেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। গত সপ্তাহে রাহুলের হয়ে তাঁর আইনজীবী কংগ্রেস নেতা অভিষেক মনু সিঙ্ঘভি সুপ্রিম কোর্টে গুজরাট হাইকোর্টের রায়ের বিরুদ্ধে মামলা করেন। মঙ্গলবার প্রধান বিচারপতির এজলাসে মামলার প্রসঙ্গ উত্থাপন করে সিঙ্ঘভি আর্জি জানান, আগামী সোমবার রাহুলের আর্জি শোনা হোক।

শুক্রবারই মামলা শোনা হবে বলে জানান প্রধান বিচারপতি। তবে ওইদিন কোন বিচারপতি মামলা শুনবেন, তা এখনো পর্যন্ত স্পষ্ট করেননি। এর আগে রবিবারই মোদী পদবী মামলায় গুজরাট হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে ফের সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিলেন রাহুল গান্ধি। যদিও অনেক আগেই মামলাকারী প্রাক্তন বিজেপি বিধায়ক পূর্নেশ মোদী অনুমান করেছিলেন যে, গুজরাট হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে খুব শীঘ্রই কংগ্রেস নেতা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারেন। সেই মতই এবার শীর্ষ আদালতে মামলা করলেন রাহুল।

উল্লেখ্য, ২০১৯ সালে লোকসভা নির্বাচনের আগে কর্নাটকের কোলারে নির্বাচনী প্রচারে মোদী পদবি নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। এরপর সুরাটের বিজেপি নেতা পূর্ণেশ মোদী মানহানির মামলা দায়ের করেন। গত ২৩ মার্চ গুজরাটের সুরাট ম্যাজিস্ট্রেট আদালত ওই মানহানি মামলায় রাহুল গান্ধিকে দোষী সাব্যস্ত করেন এবং ২ বছর কারাদণ্ডের সাজা দেন। সুরাতের ম্যাজিস্ট্রেট আদালতের রায়ের বিরুদ্ধে গত ৩ এপ্রিল সুরাতেরই দায়রা আদালতে আবেদন করেছিলেন রাহুল। এবছরের মার্চ মাসে সেই মামলারই চূড়ান্ত রায় দান করে সুরাটের আদালত। বিচারক রাহুলকে দু’বছরের কারাদণ্ডের সাজা শোনান। পাল্টা রাহুল বলেন, তিনি এই নির্দেশকে চ্যালেঞ্জ করে উচ্চতর আদালতে যাবেন।