মুখ্যমন্ত্রীর পদত্যাগ, তৃণমূলের ঝান্ডা ধরলে হাত কেটে নেওয়ার হুমকি ও কিষানজির মৃত্যুর বদলার দাবিতে মাও নামাঙ্কিত পোস্টার উদ্ধার পুরুলিয়ায় । এদিন সকালে পুরুলিয়া জেলার বরাবাজার ব্লকের তিনটি গ্রাম পঞ্চায়েত এলাকায় একাধিক মাওবাদী নামাঙ্কিত পোষ্টার উদ্ধার হয় । বরাবাজার গ্রাম পঞ্চায়েত, বেড়াদা গ্রাম পঞ্চায়েত এবং তুমড়াশোল গ্রাম পঞ্চায়েতের একাধিক গ্রামে উদ্ধার হয় লাল কালিতে লেখা মাওবাদী নামাঙ্কিত পোস্টার। শাসক দলের মুখ্যমন্ত্রীর পদত্যাগ, কিষাণজির মৃত্যুর বদলাসহ শাসক দলের নেতাদের হুমকি দেওয়া হয়েছে ওই পোস্টারে। এদিন সকালেই ওই পোস্টারগুলি উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । ইতিমধ্যেই সেই পোস্টারগুলি উদ্ধার করে তদন্ত শুরু করেছে বরাবাজার থানার পুলিশ ।
নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া