অর্থনীতি দেশ ব্রেকিং নিউজ

নভেম্বর মাসে ব্যাঙ্ক বন্ধ!‌

আবার ব্যাঙ্ক বন্ধ থাকবে। উৎসব ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে নভেম্বর মাসে বেশ কয়েকদিন বন্ধ থাকছে ব্যাঙ্ক। আর তাতে ব্যাঙ্কিং পরিষেবা লাটে ওঠার জোগাড়। এখনও নভেম্বর মাস পড়তে তিনদিন বাকি। তার আগে মাসের শুরুতেই জেনে নেওয়া ভালো, কোন কোন দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। এই মাসেই রয়েছে দেওয়ালি ও গুরু নানক দেবের জন্মজয়ন্তীতে সরকারি ছুটি। এছাড়াও রয়েছে রবি ও মাসের দুই শনিবার ছুটির দিন।
তাছাড়া কেন্দ্রীয় সরকারের সব ছুটির দিনে বন্ধ থাকে সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক। ফলে ওইসব দিনের কথা জেনেই ব্যাঙ্কের কাজকর্ম সেরে নিতে হবে। আগে থেকে টাকা তুলে নিতে হবে। ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ১, ৮, ১৫, ২২, ২৯ নভেম্বর পড়ছে রবিবার। ১৪ নভেম্বর সেকেন্ড স্যাটার ডে এবং দেওয়ালি। ২৮ নভেম্বর পড়ছে ফোর্থ স্যাটার ডে।
আবার ৩০ নভেম্বর পড়েছে গুরু নানকদেবের জন্মজয়ন্তী। ওইদিন সরকারি ছুটি। তবে এই মাসে ছুটির দিন প্রয়োজনে বদল হতেও পারে। মোট ৬–৭ দিনের একটা ছুটি থাকছে নভেম্বর মাসে। এই মাসে টানা ছুটি না থাকলেও ক্ষেপে ক্ষেপে ছুটি আছে বেশ কয়েকদিন। তখন ব্যাঙ্কের পরিষেবা পাওয়া যাবে না।