পুরুলিয়া জেলা পরিষদ ও জেলা প্রশাসনের উদ্যোগে মানবাজার মহকুমা শহরের ব্যাঙ্ক মোড়ের কাছে ১৯৪২ এর ভারত ছাড়ো আন্দোলনের শহীদ গোবিন্দ মাহাতো ও চুনারাম মাহাতোর স্মরণে বৃহস্পতিবার শহীদ দিবস উদযাপন করা হলো । এদিন শহীদ গোবিন্দ ও চুনারাম মাহাতোর নির্মিত পূনাঙ্গ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের স্বাধীন দায়িত্ব প্রাপ্ত মন্ত্রী সন্ধ্যারানী টুডু, সঙ্গে ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্ধোপাধ্যায় ও জেলা পরিষদের শিক্ষা ও ক্রিড়া কমার্ধক্ষ্য গুরুপদ টুডু। এদিন মানবাজার থানার পাশে নির্মিত শহীদ বেদীতেও মাল্যদান করেন মন্ত্রী ও সভাধিপতি।
এদিনে রাজ্যের মন্ত্রী সন্ধ্যারানী টুডু বলেন, “গত বছরেই এই পূর্নাঙ্গ মূতি স্হাপন করা হয়,সেই মহান শহীদদের স্মৃতির উদ্দেশ্য প্রতিবছরই আমরা শ্রদ্বা জ্ঞাপন করে আসছি।” আজকে মূর্তিতে মাল্যদানের পর জেলা সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় বলেন,”গতবছরেই এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি মেনে জেলাপরিষদ ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে শহীদ গোবিন্দ মাহাতো ও চুনারাম মাহাতোর পূণাঙ্গ মূর্তি স্হাপন করা হয় আজকে সেই মূতিতে সম্মান জানানো হল।” তবে এলাকার মানুষের দাবী মেনে পূজোর আগেই শহীদ মঞ্চের সামনে আলো দেওয়ার আশ্বাস দেন তিনি।
আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানবাজার-১ নং ব্লকের বিডিও মোনাজ কুমার পাহাড়ি, মানবাজার থানার ভারপ্রাপ্ত আধিকারিক দীপঙ্কর সরকার, বিশিষ্ট সমাজসেবী অজিত প্রসাদ মাহাতো,জেলা তৃনমুল কংগ্রেসের চ্যায়ারমেন হংসেস্বর মাহাতো,মানবাজার-১ নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবেন্দ্রনাথ মাহাতো সহ অন্যান্য বিশিষ্টবর্গরা।