মহারাষ্ট্র, দিল্লির পর এবার কর্ণাটক দৈনিক সংক্রমণে নজির গড়েছে। লকডাউনের কথা ভাবছে প্রশাসন। ২৪ ঘন্টায় প্রায় ৩০ হাজার মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। যার মধ্যে বেঙ্গালুরুতেই ১৭ হাজার আক্রান্ত রয়েছে। সর্বোচ্চ আক্রান্ত কর্নাটকে।
করোনা পরিস্থিতিতে টানা দু সপ্তাহ লকডাউনের আর্জি জানিয়েছে সে রাজ্যের কভিড সংক্রান্ত উপদেষ্টা কমিটি। নজর দিতে বলা হয়েছে স্বাস্থ্য ব্যবস্থার দিকে। হাসপাতালের বেড সংখ্যা পাশাপাশি অক্সিজেন মজুদ রাখার পরামর্শ দিয়েছে এই কমিটি। ইতোমধ্যে ব্যাঙ্গালুরুতে ওয়ার রুম চালু করা হয়েছে। এরই মধ্যে সে রাজ্যেও অক্সিজেনের ঘাটতি শুরু হয়েছে তবে এখনও অক্সিজেনের অভাবে মৃত্যুর খবর পাওয়া যায়নি। কিন্তু ভার্চুয়াল কনফারেন্সে প্রধানমন্ত্রীকে কর্ণাটকের মুখ্যমন্ত্রী ১৫০০ মেট্রিক টন অক্সিজেন ও রেমডেসিভির ভায়াল পাঠানোর জন্য অনুরোধ করেছেন। জানা গিয়েছে, কর্নাটকের বেশ কিছু বেসরকারি হাসপাতাল অভিযোগের জন্য ৫০% সংরক্ষণ করেননি। তাদের কাছে ইতিমধ্যে নোটিস পাঠিয়ে দিয়েছে সরকার। কর্নাটকে নাইট কার্ফুর পাশাপাশি চলছে সপ্তাহান্তে জনতা কার্ফু।