মাসখানেক আগে রাজ্যে খুলেছে স্কুল। এর মধ্যেই নদীয়ার কল্যাণীর স্কুলে একইসঙ্গে ২৯ জন পড়ুয়া করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেল। এমন খবরে কল্যাণীতে চাঞ্চল্য ছড়িযেছে।
রাজ্য সরকার জানুয়ারি মাস থেকে প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের স্কুলমুখো করার চিন্তা শুরু করেছে। এই পরিস্থিতিতে কল্যাণীর জহর নবোদয় কেন্দ্রীয় বিদ্যালয়ে একইসঙ্গে ২৯ জন পড়ুয়া করোনা আক্রান্ত হওয়ার ঘটনা নতুন করে ভাবতে বসাতে পারে প্রশাসনকে। মহামারীর পর স্কুল খোলার এক মাসের মধ্যে একই স্কুলের ২৯ জন করোনা আক্রান্ত। এমন পরিস্থিতিতে প্রথম থেকে অষ্টম শ্রেণীকে স্কুলে পাঠানো নিয়ে আবারো ভাবতে হবে প্রশাসনকে।
জানা গেছে, দুদিন আগে কল্যাণীর জহর নবোদয় কেন্দ্রীয় বিদ্যালয়ের দুজন পড়ুয়ার শরীরে করোনার উপসর্গ দেখা দেয়। জ্বর, কাশি, সর্দি থাকায় বিদ্যালয় কর্তৃপক্ষ তাদের কল্যাণীর জহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে করোনা টেস্ট করায়। দুই পড়ুয়ার রিপোর্ট পজিটিভ আসে। ওই দুই পড়ুয়া স্কুলে বাকিদের সঙ্গে মেলামেশা করেছিল। তাই স্কুল কর্তৃপক্ষ জেলা স্বাস্থ্য দফতরের সহায়তায় স্কুল ক্যাম্পাসের ভিতরে আরটি পিসি ক্যাম্প করে পড়ুয়াদের করোনা টেস্ট করা হয় । সেখানে ২৯ জন পড়ুয়ার শরীরে এই ভাইরাস ধরা পড়েছে।
করোনা মহামারীর জন্য দীর্ঘদিন বন্ধ ছিল স্কুল-কলেজ। প্রশাসন মহামারীর মাঝে স্কুল খুলে কোনও ঝুঁকি নিতে চায়নি। প্রশাসনের আশঙ্কা ছিল, করোনার দাপাদাপি কমার আগে স্কুল খুললে বড় বিপদ হতে পারে। পরীক্ষা, ভবিষ্যত্ চিন্তায় জেরবার ছিল পড়ুয়ারা। করোনার দাপট কিছুটা নিয়ন্ত্রনে আসার পরই স্কুল খোলার সিদ্ধান্ত নিয়েছিল প্রশাসন। কিন্তু তাতেও বিপদ এড়ানো গেল না!