দেশ ব্রেকিং নিউজ

জুলাই মাসের মধ্যেই ৫২ কোটি টিকা

চলতি জুলাই মাসের মধ্যে ভারতে করোনা টিকার ৫০ কোটি ডোজ দেওয়া সম্ভব নয়। বিভিন্ন সূত্র উল্লেখ করে এই দাবি করেছিল একাধিক সংবাদমাধ্যম। এবার সেই খবরকে ভিত্তিহীন ও মিথ্যা বলে উড়িয়ে দিল মোদি সরকার। স্বাস্থ্যমন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, জুলাইয়ের মধ্যে ৫০ কোটির বেশি ভ্যাকসিন ডোজ সরবরাহ করা হবে।
গত জানুয়ারি মাস থেকে ধরলে সবমিলিয়ে তার পরিমাণ দাঁড়াবে ৫১ কোটি ৬০ লক্ষ। তাই যে খবর প্রচারিত হয়েছে তা ভিত্তিহীন এবং ভুল তথ্য নির্ভর। একইসঙ্গে মন্ত্রক আরও জানিয়েছে, চলতি মাসের ৩১ তারিখের মধ্যেই এই ৫১ কোটি ৬০ লক্ষেরও বেশি ভ্যাকসিনের ডোজ রাজ্যে রাজ্যে পৌঁছে যাবে। তবে তার মানে এই নয় যে, এ মাসেই সেই সব টিকা দেওয়া সম্ভব হবে।

মন্ত্রকের পরিসংখ্যান বলছে, গত জানুয়ারি থেকে এদিন পর্যন্ত ভ্যাকসিনের মোট ৪৫ কোটি ৭০ লক্ষ ডোজ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে পাঠানো হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে অতিরিক্ত ৬ কোটি ৩ লক্ষ ডোজ পৌঁছে যাবে রাজ্যগুলির কাছে।