আন্তর্জাতিক

পদপিষ্ট হয়ে মৃত অন্তত ৪৪

ইজরায়েলে ইহুদি সম্প্রদায়ের তীর্থস্থানে পদপিষ্ট হয়ে মৃত্যু হল কমপক্ষে ৪৪ জন পুণ্যার্থীর। আহত হয়েছেন অন্তত শতাধিক মানুষ। এই ঘটনায় দেশজুড়ে শোকের ছায়া নেমেছে। শোকপ্রকাশ করেছেন সেখানখার প্রেসিডেন্ট বেনঞ্জামিন নেতানিয়াহু। করোনা পরিস্থিতিতে এভাবে জমায়েত কেন হয়েছিল?‌ তা নিয়ে প্রশ্ন উঠেছে।
প্রত্যেক বছর উত্তর ইজরায়েলের মেরন পর্বতের পাদদেশে লাগ বা’ওমের নামের এক ধর্মীয় উৎসব অনুষ্ঠিত হয়। সেখানেই আছে ইহুদি সন্ত শিমন বার ইওচাইয়ের সমাধি। ওই পবিত্র স্থানে প্রার্থনার জন্য জড়ো হয়েছিলেন হাজার হাজার পুণ্যার্থী। আগুন জ্বালানো, প্রার্থনা করা এবং নাচ–গানের মাধ্যমে এই ধর্মীয় উৎসবটি পালন করে রক্ষণশীল ইহুদিরা। সেখানে কয়েকজন মানুষ পা পিছলে পড়ে যাবার পরই এই ঘটনা ঘটে। একজন আর একজনের ওপর এসে পড়ে। ঘটনাস্থলেই ৩৮ জনের মৃত্যু হয়। হাসপাতালে আরও কয়েকজন মারা যান। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অনেকের অবস্থা আশঙ্কাজনক। তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এই উৎসবে সর্বোচ্চ ১০ হাজার মানুষকে অংশ নেওয়ার অনুমতি দেয় নেতানিয়াহু প্রশাসন। কিন্তু অভিযোগ, গোটা দেশ থেকে প্রায় ৩০ হাজার মানুষ উৎসবে অংশ নিতে আসেন। প্রায় ১ কোটি জনসংখ্যার অর্ধেককেই টিকার সম্পূর্ণ ডোজ দিয়েছে ইজরায়েল। বাকিদেরও দ্রুত টিকাকরণ করা হবে। ফলে দেশটি করোনার বিরুদ্ধে লড়াইয়ে অনেকটাই সাফল্য পেয়েছে।