আবহাওয়া ব্রেকিং নিউজ রাজ্য

ভরা বসন্তে ঝড়-বৃষ্টির তাণ্ডবের পূর্বাভাস!

কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার। দিনভর মেঘলা থাকবে আকাশ। বুধবার পর্যন্ত ভরা বসন্তে ঝড়-বৃষ্টির তাণ্ডব চলবে। তবে বুধবার বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকবে। দক্ষিণবঙ্গে বৃষ্টি কমলেই ফের বাড়বে তাপমাত্রা পারদ। দিনের তাপমাত্রা ছয় থেকে দশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। অন্যদিকে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি রয়েছে উত্তরবঙ্গে। ভারী বৃষ্টিপাত চলবে রবিবার পর্যন্ত। সেইসঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে।

সূত্রের খবর, মঙ্গলবার সকাল থেকেই আকাশ রোদ ঝলমলে। কলকাতা ও তার আশেপাশের এলাকায় দুপুর থেকেই তুমুল বৃষ্টি শুরু হবে। সেইসঙ্গে ঘণ্টায় ৫০-৬০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া। মঙ্গলবার পর্যন্ত এমন দুর্যোগ চলবে দক্ষিণবঙ্গে।

পূর্বাভাস বলছে, এদিন বিকেলের পর থেকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই দিনভর ভারী বৃষ্টির পূর্বাভাস। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং ঝাড়গ্রামে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া। ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় সর্বাধিক ৪০-৫০ কিলোমিটার হতে পারে। দিনের তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের ওপর থাকবে। এদিকে, বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সতর্কতা দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহারে। দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে তিন জেলায়। এই তিনটি জেলায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।