মেঘভাঙা বৃষ্টি এবং লোনাক হ্রদ উপচে বন্যায় বিপর্যস্ত সিকিমে এখন শুধুই ধ্বংসের ছবি আর হাহাকার। উদ্ধার হচ্ছে একের পর এক দেহ। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৬। বিপর্যয় মোকাবিলা দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মৃতের সংখ্যা ২৬ জন এবং এখনও পর্যন্ত ১৪২ জন নিখোঁজ। তাঁদের খোঁজে তল্লাশি চলছে।
হড়পা বানে বিধ্বস্ত সিকিমের চুংথাং, রংপো, মানগান সহ একাধিক অঞ্চল। এখনও পর্যন্ত প্রায় কয়েক হাজার পর্যটক সেখানে আটকে রয়েছে। সরকারি তথ্য অনুযায়ী ১৮ টি ত্রাণ শিবির খোলা হয়েছে।
প্রশাসন সূত্রের খবর, দেহ উদ্ধার হয়েছে পশ্চিমবঙ্গে। এদের মধ্যে চারজন জওয়ান-সহ ছ’জনের দেহ শনাক্ত করা সম্ভব হয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় চলছে ত্রাণ ও উদ্ধারের কাজ। যত দ্রুত সম্ভব ১০ নম্বর জাতীয় সড়ক মেরামত করার চেষ্টা চলছে। সিকিমে আটকে পড়েছেন বহু পর্যটক।
তথ্য বলছে, বন্যায় সিকিমে প্রায় ২৫ হাজারের বেশি মানুষ প্রভাবিত হয়েছেন। ১,২০০-র বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ১৩টি সেতু তলিয়ে গিয়েছে। অস্থায়ী শিবিরে আশ্রয় নিয়েছেন বহু মানুষ।