চিনের হুনান প্রদেশের চাংশা শহরে আচমকা ভেঙে পড়ে একটি বহুতল। ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩। স্থানীয় প্রশাসন জানিয়েছে, আজ ভোররাতে উদ্ধারকাজ শেষ হয়েছে। প্রাদেশিক রাজধানী চাংশার মেয়র ঝেং জিয়ানসিন জানিয়েছেন, ১০ জনকে ধ্বংসস্তূপের মধ্যে থেকে উদ্ধার করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চাংশার পার্টি প্রধান উগুইয়িং বলেছেন যে কর্তৃপক্ষ দুর্ঘটনার আরও তদন্ত করে দোষীদের শাস্তি দেবে। এছাড়াও এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না নয় তার জন্য এলাকার বড় বাড়িগুলিতে নজরদারি চালানো হবে বলে সূত্রের খবর।
২৯ এপ্রিল চাংশা শহরে আটতলা বাড়িটি ভেঙে পড়ে। দ্রুততার সঙ্গে উদ্ধারকাজে নামে কর্তৃপক্ষ। গত কয়েকদিন ধরে একের পর এক মৃতদেহ উদ্ধার করা হয়। অন্তত ১০ জনকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। ঘটনার তদন্ত করছে স্থানীয় কর্তৃপক্ষ। ইতিমধ্যে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।