পরিচয় জেনে নিশ্চিত হয়ে গুলি। জয়নগর, আমডাঙার পরে এবার ভাটপাড়া। মঙ্গলবার আবার খুন তৃণমূলের কর্মী। এই নিয়ে আটদিনের মধ্যে দুই চব্বিশ পরগনা মিলিয়ে তিন তৃণমূল নেতা কর্মী। নিহতের নাম ভিকি যাদব। সাংসদ অর্জুন সিংহের ভাইপো-র অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন ভিকি।
শ্যুট আউটের ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে ভাটপাড়া পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের পুরানি তালাব এলাকায়। বাড়ির সামনেই আট থেকে নটি গুলিতে ঝাঁঝরা হয়ে যান ভিকি। ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতাল তাকে নিয়ে যাওয়া হলে তার অবস্থার অবনতি হয় এবং তাঁকে স্থানান্তরিত করা হয় বাইপাসের পাশে একটি বেসরকারি হাসপাতালে। সেখানে নিয়ে যাওয়া হলেও লাভ হয় নি, চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন.
সূত্রের খবর, ভিকি তৃণমূলের কর্মী শুধু নন, সক্রিয় এবং পুরোনো কর্মী। দাপুটে বলেও পরিচয় ছিল। বিভিন্ন সময়, মূলত ২০২১ সালে বিজেপি কর্মীদের ঘর ভাঙচুরের সময় তার নাম জড়িয়েছিল। এদিন প্রত্যক্ষদর্শীদের দাবি, মঙ্গলবার সন্ধ্যায় নিজের বাড়ির সামনেই দাঁড়িয়ে ছিলেন ভিকি৷ সেই সময় বাইকে করে তিন দুষ্কৃতী এসে তাঁকেই জিজ্ঞেস করে কে ভিকি যাদব? ভিকি নিজের পরিচয় দিতেই শুরু হয় গুলি। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন ভিকি। দুষ্কৃতীরা কার্যসিদ্ধি করে চম্পট দেয়।