আন্তর্জাতিক ব্রেকিং নিউজ

মাদ্রিদের রাস্তায় অন্য মেজাজে মুখ্যমন্ত্রী মমতা, অ্যাকর্ডিয়নে তুললেন ‘জয়’-এর সুর!

মাদ্রিদে দারুন আবহাওয়া। দিনে তাপমাত্রা কমবেশি ২০ ডিগ্রি সেন্টিগ্রেড। এমন দিনে কি  ঘরে থাকতে মন চায়! মমতা বন্দ্যোপাধ্যায় এমনিতেই হাঁটতে ভালবাসেন। মাদ্রিদে এমন আবহাওয়া দেখে বৃহস্পতিবার সকাল সকাল হোটেল থেকে বেরিয়ে  পরেন তিনি।

সিন্থেসাইজারে ভালই সুর তুলতে পারেন বাংলার মুখ্যমন্ত্রী। গান নিয়ে তাঁর বরাবরের আগ্রহ রয়েছে। ছবির আঁকার আগে তাঁকে অবসর সময়ে সিন্থেসাইজার বাজাতে দেখা যেত।

এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গী ও নিরাপত্তারক্ষীদের বুঝে ওঠার আগেই মাদ্রিদের রাস্তা পিয়ানো অ্যাকর্ডিয়ান নিয়ে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তির দিকে এগিয়ে যান মমতা। তাঁর পিয়াতো সুর বাঁধেন রাজ্যের প্রশাসনিক প্রধান। মমতার আঙুলের ছোঁয়ার ভেসে ওঠে ‘আমরা করব জয়’-এর সুর। মুগ্ধ হয়ে পিয়ানোবাদক মমতার দিকে তাকিয়ে থাকতে দেখা যায় তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষকে। নিজের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে সেই মুহূর্তের ভিডিয়ো শেয়ার করেন কুণাল।