জেলা ব্রেকিং নিউজ

পঠন-পাঠন চালু রেখে অভিনব ভাবে কর্মবিরতির ডাক বিদ্যালয়ে

নদীয়ায় অভিনব ভাবে কর্মবিরতির ডাক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকাদের। একদিকে চলছে মিড ডে মিল রান্নার কাজ, অন্যদিকে চলছে বিদ্যালয়ের পঠন পাঠন। বিদ্যালয়ের রেজিস্ট্রি খাতায় সই না করে কর্মবিরতি ডাকের কর্মসূচি পালন করলেন গোটা বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষিকারা।

উল্লেখ্য, আজ যৌথ মঞ্চের ডাকে সারা রাজ্যজুড়ে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সমস্ত সরকারি প্রতিষ্ঠানের কর্মচারীরা ডি এ সহ একাধিক দাবি দাবা নিয়ে ডাক দিয়েছেন কর্মবিরতির। সকাল থেকেই বিভিন্ন আদালত সহ সমস্ত সরকারি প্রতিষ্ঠানের কর্মচারীরা এই কর্মবিরতির ডাক পালন করছেন, কিন্তু অভিনব ভাবে কর্মবিরতির ডাক পালন করতে দেখা গেল নদীয়ার শান্তিপুর গোবিন্দপুর দাড়িকা নাথ ইনস্টিটিউশন উমা উচ্চ বিদ্যালয়ের।

শিক্ষকরা জানিয়েছেন সারা রাজ্যজুড়ে চলছে কর্মবিরতির ডাক, কিন্তু বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে তারা শুধুমাত্র রেজিস্ট্রি খাতায় সই না করে চালাচ্ছেন বিদ্যালয়ের পঠন পাঠন। ছাত্রছাত্রীরা যাতে অভুক্ত না থাকে তাই প্রতিদিনের মতো মিড ডে মিল রান্নার ব্যবস্থাও করা হচ্ছে। কর্ম বিরতির ডাক নিয়ে শিক্ষকদের প্রশ্ন করলে তারা বলেন, ‘আমাদের দুটো খুবই গুরুত্বপূর্ণ দাবি, দুর্নীতি মুক্ত স্বচ্ছ নিয়োগ করতে হবে। এছাড়াও আমাদের প্রাপ্য ডিএ অবিলম্বে দিতে হবে।’