বাংলাদেশ

২৪ ঘণ্টায় মৃত্যু প্রায় দ্বিগুণ!‌

করোনাভাইরাসে সংক্রমিত হয়ে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত) দেশে ১৫ জনের মৃত্যু হয়েছে। এমনকী একদিনে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ২৯২ জনের। আর সুস্থ হয়েছেন ৫৩১ জন। এই নিয়ে বেশ চাপে পড়ে গিয়েছে প্রতিবেশি দেশ বাংলাদেশ। এখনও সেখানে করোনা কন্ট্রোলে আসেনি বলেই খবর।
শনিবারের তুলনায় রবিবার মৃত্যু প্রায় দ্বিগুণ বেড়েছে। তবে কমেছে শনাক্তের সংখ্যা ও হার। শনিবার দেশে করোনায় মৃত্যু হয়েছিল ৮ জনের। আর শনাক্তের সংখ্যা ছিল ৩০৫। কিন্তু রবিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৪০৪টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষা বিবেচনায় আক্রান্তের হার ২.‌৩৫ শতাংশ। গতকাল এই হার ছিল ২.‌৫১। সবমিলিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এখন পর্যন্ত বাংলাদেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৮ হাজার ২০৫ জন। মোট আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৩৮ হাজার ৬২ জন। তার মধ্যে সুস্থ হয়েছেন ৪ লাখ ৮৩ হাজার ৩৭২ জন। দেশে নমুনা পরীক্ষা বিবেচনায় করোনায় আক্রান্তের হার ২৫ শতাংশ পর্যন্ত উঠেছিল। এখন এটা কমের দিকে। গত ২৪ ঘণ্টায় যে ১৫ জনের মৃত্যু হয়েছে তাঁদের মধ্যে পুরুষ ১১ জন, নারী ৪ জন। সবারই মৃত্যু হয়েছে হাসপাতালে। এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৭ লাখ ৪৯ হাজার ১২টি। মোট আক্রান্তের হার ১৪.‌৩৫।