A private TV chanel in Pkisthan has announced today that Prime Minister Imran Khan is attacked by COVID-19. So all countrymen are paniced.
আন্তর্জাতিক ব্রেকিং নিউজ

জামিন পেলেও ফের গ্রেফতার ইমরান

বিপাকে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। তোষাখানা মামলায় মঙ্গলবার জামিন পেয়েছেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী তথা তেহরিক-ই-ইনসাফ প্রধান ইমরান খান। জামিন পেয়েও মিলল না রেহাই। মঙ্গলবারই ফের গ্রেপ্তার করা হয় প্রাক্তন পাক প্রধানমন্ত্রীকে। জানা গিয়েছে সাইফার মামলায় গ্রেপ্তার করা হয়েছে তাঁকে। আগামিকাল, বুধবার, ৩০ আগস্ট তাঁকে আদালতে তোলা হবে।

চলতি মাসের শুরুতে তোষাখানা মামলায় দোষী সাব্যস্ত করে আদালত সাজা ঘোষণার পরই গ্রেফতার করা হয় ইমরানকে। গত শনিবার ইসলামাবাদের একটি আদালত পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর প্রধানকে তিন বছরের জেলের সাজা দেয়। মঙ্গলবার সেই সাজায় স্থগিতাদেশ দিল ইসলামাবাদ হাইকোর্ট। ইমরান খানকে ১ লক্ষ টাকা সিউরিটি বন্ড জমা দিতে বলা হয়। হাইকোর্টের রায়কে স্বাগত জানিয়ে ইমরানের আইনজীবী বলেছেন, এই রায়ে সংবিধান ও আইনের জয় হল।

যদিও স্বস্তি আর পেলেন না ইমরান। ফের অন্য মামলায় তাঁকে যেতে হল কারাগারে। কি এই সালফার মামলা? ইমরানের অভিযোগ ছিল, প্রধানমন্ত্রীর পদ থেকে তাঁকে সরিয়ে দেওয়ার পিছনে আমেরিকার ষড়যন্ত্র রয়েছে। সেই অভিযোগের প্রমাণ দিতে গিয়ে তিনি একটি নথি প্রকাশ্য জনসভায় প্রদর্শন করেন। সেই নিয়েই ইমরানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। যদিও ইমরানের দাবি, তিনি যা দেখিয়েছিলেন তা সাইফার অর্থাত্‍ গোপন খবরের সাংকেতিক রূপ নয়।