আন্তর্জাতিক

টিকা নিয়েও আক্রান্ত ইমরান

করোনা আক্রান্ত হলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান৷ খবরটি প্রকাশ্যে এনেছেন তাঁর বিশেষ সহায়ক ফয়সল সুলতান৷ ১৮ মার্চ করোনার ভ্যাকসিন নিয়েছিলেন ইমরান৷ তারপর করোনা আক্রান্ত হলেন তিনি৷ এদিন তিনি বলেন, ‘‌করোনা আক্রান্ত হওয়ার পর প্রধানমন্ত্রী ইমরান খান আইসোলেশনে চলে গিয়েছেন।’‌ যদিও এই নিয়ে এখনও কোনও টুইট করেননি ইমরান।
চিনের করোনা ভ্যাকসিন সাইনোফার্ম নেন ইমরান৷ ১৮ মার্চ প্রথম ডোজটি নিয়েছিলেন তিনি৷ ভ্যাকসিন নিয়ে তিনি পাকিস্তানে সচেতনতার বার্তা ছড়িয়ে দেন৷ ফের যাতে পাকিস্তানে করোনা ঢেউ আছড়ে না পড়ে, সেই বার্তা দিতে চান পাক প্রধানমন্ত্রী৷ আপাতত পাকিস্তানে চিনের ভ্যাকসিন পাওয়া যাচ্ছে৷ প্রায় ৫ লক্ষ সিনাফার্ম পাকিস্তানকে দিয়েছে চিন৷ অ্যাস্ট্রাজেনঙ্কার ভ্যাকসিনও পৌঁছবে কিছু দিনের মধ্যেই৷ রাশিয়ার ভ্যাকসিন স্পুটনিকেও সম্মতি দিয়েছে পাক সরকার৷
প্রধানমন্ত্রীর দফতর থেকে আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে জানানো হয়েছিল, করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়েছে সে দেশে। আর তা রুখতে নয়া এসওপি জারি করেছেন ইমরান খান। যাতে তা কার্যকরী হয়, সেদিকে নজর রাখার নির্দেশ দিয়েছিলেন স্বাস্থ্য দফতরকে। একইদিনে করোনা টিকা নিয়েছিলেন পাকিস্তানের রাষ্ট্রপতি ড. আরিফ আলভি।
১০ মার্চ থেকে পাকিস্তানে শুরু হয়েছে টিকাকরণ৷ অন্যান্য দেশের মতোই বয়স্কদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে৷ এখনও পর্যন্ত ৬১৫৮১০ জন করোনা আক্রান্ত হয়েছেন। বিশ্বের অন্যান্য দেশের মতো পাকিস্তানেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। যা রুখতে তৎপর হয়েছিলেন প্রধানমন্ত্রী।