আন্তর্জাতিক ব্রেকিং নিউজ

জামিন পেলেন ইমরান খান!

তোশাখানা মামলায় জামিন পেলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা তেহরিক-ই ইনসাফের চেয়ারম্যান ইমরান খান।

বুধবার ইসলামাবাদ হাইকোর্টের বিচারপতি মিঁয়াগুল হাসান আওরঙ্গজেব ২০ লাখ টাকার ব্যক্তিগত বন্ডে ইমরানের জামিন মঞ্জুর করেন।

তবে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানিয়েছেন, এখনই কারাগার থেকে মুক্তি মিলছে না ইমরান খানের। কারণ, গত বছর ৯ থেকে ১২ মে পাকিস্তান জুড়ে পিটিআইয়ের কর্মী-সমর্থকদের দাঙ্গায় উসকানি দেওয়ার অভিযোগে ইমরানের বিরুদ্ধে যেসব মামলা চলছে পাকিস্তানের বিভিন্ন আদালতে, সেগুলোতে এখনও জামিন পাননি তিনি।

এর আগে ইমরান খানের বিরুদ্ধে দায়ের করা সমস্ত মামলায় অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন খারিজ করে দিয়েছে লাহোর হাইকোর্ট। ইমরান খানের বোন নুরীন নিয়াজি সম্প্রতি এই জামিন আবেদন দাখিল করেন। যেখানে একাধিক মামলায় তার জামিন চাওয়া হয়।

আদালত ওই আবেদনের প্রেক্ষিতে পাঞ্জাব ও ফেডারেল স্বরাষ্ট্র বিভাগের রিপোর্টগুলোও পর্যালোচনা করে। যেখানে পিটিআই প্রতিষ্ঠাতার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর বিবরণ উল্লেখ করা হয়।

পাঞ্জাব স্বরাষ্ট্র বিভাগ জানিয়েছে, প্রদেশটিতে পিটিআই প্রতিষ্ঠাতার বিরুদ্ধে কোনো মামলা দায়ের করা হয়নি। তবে ইসলামাবাদ পুলিশ জানিয়েছে, সেখানে ইমরান খানের বিরুদ্ধে ৬২টি মামলা দায়ের করা হয়েছে।