The Imran Khan government has started a strong plan to remove the names of militants from the country in the wake of Corona. Indian intelligence had earlier provided more information about this. This time it was caught in one of the Imran government's accountability to the United Nations.
আন্তর্জাতিক ব্রেকিং নিউজ

দুর্ঘটনার কবলে ইমরান খান

তোষাখানা মামলায় পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে শনিবার হাজিরার নির্দেশ দিয়েছিল ইসলামাবাদের আদালত। শনিবার সকালে সেখানে যাওয়ার উদ্দেশ্যে লাহোর থেকে রওনা দেন ইমরান খান । পথেই দুর্ঘটনার কবলে পড়ে ইমরানের কনভয়। জানা গিয়েছে, ব্যস্ত রাস্তায় তাঁর গাড়ি উল্টে যায়। এমনকি কনভয়ের একটি গাড়ির টায়ারও ফেটে যায় । তবে ইমরান খান আহত হয়েছেন কিনা এখনও জানা যায়নি। আর অদ্ভুতভাবে সেই সময় লাহোরে ইমরানের বাড়ির পাঁচিল ভেঙে ঢুকে পড়ে লাহোর পুলিশের একটি দল।সেখান থেকে ২০ জন পিটিআই কর্মীকে গ্রেফতার করা হয়। পাশাপাশি তল্লাশি চালানো হয় ইমরানের বাড়িতে।

তোষাখানা কেলেঙ্কারি মামলায় ইমরান খানের নামে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল ইসলামাবাদের একটি আদালত। প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর নামে ৮০টির বেশি মামলা রয়েছে। এই পরিস্থিতিতে লাহোর ও ইসলামাবাদ পুলিশ ইমরানকে গ্রেফতার করতে গেলে বেঁধে যায় ধুন্ধুমার। লাহোরের জামান পার্কে ইমরানের বাড়ি ঘিরে ফেলেন কয়েক হাজার ইমরান অনুরাগী। পাকিস্তান তেহরিক-ই-ইসলাম বা পিটিআই নেতা-কর্মীরা প্রিয় নেতার বাড়ি ঘিরে পুলিশকে বাঁধা দেয়।

এই দুর্ঘটনা নিয়ে এখনও মুখ খোলেননি ইমরান বা দলের কেউ। তবে তাঁকে খুনের ষড়যন্ত্র হচ্ছে বলে দাবি করেছিলেন স্বয়ং ইমরান খান। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে ইমরানের পার্টি পাকিস্তান তেহরিক-ই-ইসলাম ।