আন্তর্জাতিক

এবার টুইট যুদ্ধে নামলেন ইমরান খান

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান দাবি করলেন দুই দেশের মধ্যে যে টানাপোড়েন চলছে তার সুযোগ নিয়ে ভারত পাকিস্তানের বিরুদ্ধে ফলস ফ্ল্যাগ অপারেশন চালু করতে পারে। এদিন ভারতের বিরুদ্ধে তোপ দেগে ফের একবার টুইট বার্তায় হুঁশিয়ারি দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।
ভারত দাবি করে কাশ্মীরে গত কয়েক দিনে যে লাগাতার সন্ত্রানবাদী হামলা চলছে তার নেপথ্যে রয়েছে পাকিস্তান। ভারতের এই দাবির পরই ইমরান খান টুইটে লেখেন, ‘আমি আগেই সারা দুনিয়াকে সাবধান করে বলেছিলাম ভারত পাকিস্তানকে লক্ষ্য করে ফলস ফ্ল্যাগ অপারেশন চালু করার সুযোগ খুঁজছে। এই ভাষায় ইমরান নিজের বার্তা শুরু করেন। এরপরই তিনি টুইটে লেখেন পাকিস্তান থেকে জঙ্গি অনুপ্রবেশ হচ্ছে বলে ভারত যা প্রচার করছে তা ভুয়ো, তা মিথ্যা, তা ভ্রান্ত।’‌
উলটে ইমরানের দাবি, নিয়ন্ত্রণরেখায় অনুপ্রবেশ নিয়ে ভারত যে অযৌক্তিক দাবি করেছে তাতেই বোঝা যায় কোন দিকে পা বাড়াচ্ছে সে দেশ। কাশ্মীরে যে হিংসার ঘটনা ঘটেছে তা সম্পূর্ণভাবে স্থানীয়। এখানে পাকিস্তানের কোনও ভূমিকা নেই। উল্লেখ্য, কাশ্মীরে গত কয়েকদিন ব্যাপক উত্তেজনা মাথাচাড়া দিচ্ছে। সেখানে সেনা–জঙ্গি সংঘর্ষ গত কয়েকদিনে উত্তাপ বাড়িয়েছে। স্থানীয়দের পাথর ছোঁড়ার ঘটনাও রয়েছে। যা পাকিস্তানের উস্কানিতে হচ্ছে বলে দাবি ভারতের।
এদিন ইমরানের নিশানায় ছিল ভারতের শাসকদলও। তাঁর মতে, ভারতের শাসক দলের নীতি দক্ষিণ এশিয়ায় শান্তি বিঘ্নিত করছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তাই তাঁর আবেদন, অবিলম্বে ভারতের এই বেপরোয়া মনোভাব নিয়ন্ত্রণে আনা হোক। হামলার জমি তৈরির ঘটনাকে সামরিক পরিভাষায় ফলস ফ্ল্যাগ অপরেশন বলা হয়। ইমরানের দাবি, ভারত দুই দেশের পরিস্থিতিকে উত্তেজিত করতেই বারবার অভিযোগ তুলছে পাকিস্তানের তরফে অবৈধ অনুপ্রবেশের।