আবার বিতর্কিত মন্তব্য করে হাসির খোরাক হলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। পাকিস্তানের পার্লামেন্টে বক্তব্য রাখার সময়ে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ধ্বংসের মাস্টারমাইন্ড ওসামা বিন লাদেনকে শহিদ আখ্যা দিয়ে বসলেন ইমরান! ২০০১ সালে আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ধ্বংসের মূলে ছিলেন গ্লোবাল টেরর গ্রুপ আল কায়েদার মুখ্য সন্ত্রাসবাদী ওসামা বিন লাদেন।
কুখ্যাত জঙ্গি নেতাকে পাকিস্তানের অ্যাবোটাবাদে নিকেশ করেছিল আমেরিকার নৌবাহিনীর বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত দল। কিন্তু ইমরানের চোখে লাদেনের সেই মৃত্যু শহিদের মর্যাদা পেয়েছে। ভাইরাল হয়েছে সেই ভিডিও। পাক প্রধানমন্ত্রীর আলটপকা বক্তব্যে সারা বিশ্বের মানুষ হতবাক। এমনকী নিজেরে দেশের মধ্যে এহেন মন্তব্যের জন্য চূড়ান্ত সমালোচিত হয়েছেন পাক প্রধানমন্ত্রী। পার্লামেন্টে ইমরান বলেন, ‘আমরা খুবই বিব্রত হয়েছিলাম, যখন আমেরিকানরা অ্যাবোটাবাদে এসে লাদেনকে মেরে দিয়ে গিয়েছিল। শহিদ করে দিয়েছিল ওঁকে।’
কেন হঠাৎ এমন মন্তব্য করলেন পাক প্রধানমন্ত্রী? তার উত্তর অবশ্য তিনি দেননি। তবে অনেকে বলছেন, মুখ ফস্কে বেরিয়েছে। কেউ কেউ আবার বলছেন, ইমরান খান যে দেশের প্রধানমন্ত্রী সেটা তো জঙ্গিদেরই ঘাঁটি। উল্লেখ্য, ওসামা বিন লাদেনের বিরুদ্ধে আমেরিকার মূল অভিযোগ ছিল বিশ্বজুড়ে চালানো বেশ কয়েকটি জঙ্গিহানার মূলচক্রী সে। ২০০১ সালের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ধ্বংসের মাস্টারমাইন্ড ছিল লাদেন। আমেরিকার বড় শহরগুলিকে টার্গেট করে ২০০১ সালের ৯/১১ পাঁচ–পাঁচটি বিমান হাইজ্যাক করে হামলা চালানো হয়েছিল। বিধ্বংসী এই হামলায় প্রাণ হারিয়েছিলেন প্রায় ৩ হাজার মানুষ।
রাতের অন্ধকারে অপারেশন শেষ করে ফিরেছিল মার্কিন বাহিনী। আজ পর্যন্ত লাদেনের মৃতদেহ কেউ দেখেনি। আমেরিকা লাদেনের মৃতদেহ দেখাবে না বলে জানিয়েছিল। তারা জানিয়েছিল, লাদেনের মৃতদেহ কফিনে ভরে সমুদ্রের নিচে ফেলা হয়েছে। অথচ ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে আমেরিকা সফরে গিয়ে ইমরান খান দাবি করেছিলেন, অ্যাবোটাবাদে ওসামা বিন লাদেনের উপস্থিতির খবর আসলে পাকিস্তান সরকারই আমেরিকান সিকিওরিটি এজেন্সিগুলিকে জানিয়েছিল।