ব্রেকিং নিউজ

শনিবার লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা

শনিবার লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করবে জাতীয় নির্বাচন কমিশন। কমিশনের তরফে এমনটাই জানানো হয়েছে শুক্রবার।

শনিবার বিকেল ৩টেয় নয়াদিল্লির নির্বাচন সদনে সাংবাদিক বৈঠক করে ভোটের নির্ঘণ্ট ঘোষণা করা হবে।
জাতীয় নির্বাচন কমিশনে নির্বাচন কমিশনারের দুটি পদ শূন্য ছিল। নতুন কমিশনার নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তারপরই ভোট ঘোষণার সিদ্ধান্ত কমিশনের।

সূত্র মারফত জানা গিয়েছে, এবার ভোটে বাংলায় অনেক বেশি সেন্ট্রাল ফোর্স মোতায়েন করতে চলেছে নির্বাচন কমিশন। বাংলায় সর্বোচ্চ ৯২০ কোম্পানি বাহিনী মোতায়েন করা হতে পারে বলে মনে করা হচ্ছে।