দিনদিন মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাচ্ছে আলু–পেঁয়াজ থেকে ডিম। এখন জানা যাচ্ছে, অন্তত সামনের তিন মাসের মধ্যে আলু, পেঁয়াজ, ডিমের দাম কমার কোনও সম্ভাবনা নেই। বরং তা আরও বাড়তে পারে। কেন্দ্রীয় সরকারি পরিসংখ্যান দেশের অর্থনীতির যে ছবি তুলে ধরেছে তাতে এই আশঙ্কা আরও জোরদার হয়ে উঠল।
সরকারি পরিসংখ্যান সূত্রে জানা গিয়েছে, দেশে এখন খুচরো মুদ্রস্ফীতি চলছে। তা আরও বাড়বে। আগামী তিন মাস তো বটেই। গত ৬ বছরে দেশে খুচরো মুদ্রাস্ফীতি সর্বাধিক হয় অক্টোবর মাসে। ৭.৬১ শতাংশ। ফলে দেশের সর্বত্র সবজি–আনাজ–ডিমের দাম বেড়ে গিয়েছে। এমনকী তা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামই গত কয়েক মাস ধরে আকাশছোঁয়া। রোজই বাড়ছে দাম। কেন্দ্রীয় পরিসংখ্যানের ইঙ্গিত সেই দাম খুব শীঘ্র কমবে এমন আশা দেখা যাচ্ছে না। বরং আগামী তিন মাস তা আরও বাড়ারই সম্ভাবনা বেশি। কেন্দ্রীয় নয়া কৃষি আইনের জন্যই এমন হয়েছে বলে মনে করছেন বিক্রেতারা।
কেন্দ্রীয় পরিসংখ্যানে উল্লেখ করা হয়েছে, অতিবৃষ্টি এবং ভোজ্য তেলের আমদানি মূল্যবান হয়ে ওঠায় সব জিনিসের দাম বাড়ছে। ফলনের মুখে অতিবৃষ্টিতে ফসলের ক্ষতি হয়েছে, পরের ফসলের বীজেরও ক্ষতি হয়েছে প্রচুর। আনাজপাতির দাম আকাশছোঁয়া হয়েছে মূলত অতিবৃষ্টির জন্যই। দেশে খাদ্য মুদ্রাস্ফীতি বেড়ে গিয়ে গত অক্টোবরে ১১.০৭ শতাংশে পৌঁছেছে।