ব্রেকিং নিউজ রাজ্য

Illegal Coal Mining Case: গ্রেফতার ইসিএলের প্রাক্তন জেনারেল ম্যানেজার সহ দুই ব্যবসায়ী

ইসিএলের প্রাক্তন জেনারেল ম্যানেজার এবং দুই কয়লা ব্যবসায়ীকে গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ জানা গিয়েছে, ইসিএলের প্রাক্তন জিএম অমিত কুমার ধরকে মঙ্গলবার নিজাম প্যালেসে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে সিবিআই। সেখানেই জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় তাঁকে।

একইসঙ্গে এদিন রাতে গ্রেফতার করা হয় দুই কয়লা ব্যবসায়ী বাপি ঠাকুর ও বিদ্যাসাগর দাসকেও। তাঁদেরকেও নিজাম প্যালেসে তলব করা হয়েছিল। দু’জনের বিরুদ্ধেই অবৈধ কয়লা ব্যবসায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। ধৃত তিন জনকেই বুধবার সকালে কলকাতা থেকে এনে আসানসোলের বিশেষ সিবিআই আদালতে পেশ করা হয়েছে।