রাজ্য লিড নিউজ

বৃষ্টি উপেক্ষা করে আজ বিজেপির নবান্ন অভিযান, স্তব্ধ হতে পারে মহানগরী

আজ বিজেপির নবান্ন অভিযান। এদিকে সকাল থেকেই নিম্নচাপের জেরে তুমুল বৃষ্টি শুরু হয়েছে। তবু বৃষ্টি থামাতে পারেনি বিজেপিকে। এর মধ্যেই স্টেশনে স্টেশনে বিজেপি কর্মীদের ভিড় যথেষ্ট চোখে পড়ার মতো। যদিও এই অভিযানের জন্য প্রশাসন অনুমতি দেয়নি বিজেপিকে। তবুও এই অভিযান সফল করতে সকাল থেকেই পথে নেমে পড়েছে বিজেপি কর্মী সমর্থকরা। তাই যাতে বিজেপির এই নবান্ন অভিযান ঘিরে কোনরকম অশান্তি না হয় সে কারণে নজরদারি চালাচ্ছে পুলিশ -প্রশাসন। কলেজ স্ট্রিটে জারি করা হয়েছে ১৪৪ ধারা ।

অপরদিকে হাওড়া সিটি পুলিশের তরফ থেকে হাওড়া ময়দানে লোহার ব্যারিকেড করে দেওয়া হয়েছে। আনা হয়েছে জল কামান। প্রায় আড়াই হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে হাওড়ায়। জি টি রোড, ফরশোর রোড, হাওড়া শরৎ সদনের সামনে মহাত্মা গান্ধি রোড ও সাঁতরাগাছি ও হাওড়া স্টেশন, নবান্নর সামনে শিবপুর মন্দিরতলা, আন্দুল রোড ও কোনা এক্সপ্রেসওয়ে এরকম মোট ৩০টি জায়গায় থাকবে পুলিশের ব্যারিকেড। পাশাপাশি নজরদারি চালাবে ড্রোন।

জানা গিয়েছে, কলকাতায় ১২টি জায়গায় ব্যারিকেড করে এলাকা ভাগ করা হয়েছে সেক্টরে। নিরাপত্তায় দু’হাজার অতিরিক্ত পুলিশ থাকছে। বিশেষ পুলিশ কমিশনার, দুই অতিরিক্ত পুলিশ কমিশনার ও যুগ্ম পুলিশ কমিশনারদের অধীনে বিভিন্ন পয়েন্টে থাকবেন ১৮ জন ডিসি, ৩২ জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার, ৬২ জন ইন্সপেক্টর ও ১২৪ জন সার্জেন্ট।