নিজের চিকিৎসার জন্য ফের সিবিআইয়ের ডাক এড়ালেন অনুব্রত মণ্ডল। শারীরিক অসুস্থতা কারনে এদিন বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি হন তিনি। আগেও, সিবিআইয়ের সমন পেয়েই অসুস্থ অবস্থায় এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি৷
সূত্রের খবর, শ্বাসকষ্ট জনিত সহ একাধিক সমস্যা রয়েছে অনুব্রতর। বোলপুর মহকুমা হাসপাতালে এদিন তাকে নিয়ে গেলে সুপার বুদ্ধদেব মুর্মু নেতৃত্বে গঠিত চিকিৎসকরা প্রায় দুই ঘন্টা ধরে পর্যবেক্ষণে রাখে তাকে । এরপরেই তাকে তারা ছেড়ে দেন। আপাতত চিকিৎসকদের পরামর্শ মতো বাড়িতেই বিশ্রাম নিচ্ছেন অনুব্রত ।
গোরু পাচার কাণ্ডে এদিন তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে দ্বিতীয়বারের নোটিশ দিয়ে হাজিরা নির্দেশ দিয়েছিল সিবিআই৷ কিন্তু, তার বদলে দপ্তরে হাজিরা দেন তাঁর আইনজীবী।
প্রসঙ্গত, ২০২১ সালের বিধানসভা ভোট গননার দিন বীরভূমের গোপালনগর গ্রামে বিজেপি কর্মী গৌরব সরকার খুন হন।এই খুনের ঘটনায় নাম জড়িয়েছে অনুব্রত মণ্ডলের। তৃণমূলের বিজয় মিছিলের সময় ওই বিজেপি নেতাকে পিটিয়ে হত্যা করা হয়েছিল। ইতিমধ্যেই সেই ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে সিবিআই। তারপরেই এই ঘটনায় বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায় সিবিআই।
এর আগেও সিবিআইয়ের ডাকা তলবে শারীরিক অসুস্থতার কথা জানিয়ে হাজিরা দেননি অনুব্রত। একইভাবে দ্বিতীয়বার আজও শারীরিক অসুস্থতার কথা জানিয়ে হাজিরা এড়িয়ে যান তিনি।