ব্রেকিং নিউজ রাজ্য

ভোটে জিতলে টাকাই টাকা, টাকার জন্য এই লড়াই : প্রশ্ন হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার

পঞ্চায়েত নির্বাচন মিটে গেলেও তার রেশ এখনো বর্তমান। জেলায় জেলায় অশান্তি বোমাবাজি মৃত্যু হিংসা লেগেই রয়েছে। নিরাপত্তাহীনতায় আতঙ্কে দিন কাটাচ্ছেন রাজ্যের মানুষ। এই পরিস্থিতিতে, পঞ্চায়েত ভোটে জিতলে টাকাই টাকা, পাঁচ বছরের চাকরি। টাকার জন্য এই লড়াই? গণনা কেন্দ্রের বাইরে ব্যালট পেপার ছড়াছড়ি সংক্রান্ত মামলায় এমনই প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট।

কমিশনের ভূমিকার তীব্র সমালোচনা করে বিচারপতি প্রশ্ন তুলেছেন, “অশান্তি ও মৃত্যুর ঘটনা যে ঘটছে সেটা কি কমিশন অস্বীকার করতে পারবে? একজন প্রার্থী ৫বছর ধরে কাজ করার পর জিততে এই ভাবে অশান্তি পাকাতে পারেন?” এ প্রশ্ন তুলে বিচারপতি নিজেই জবাবও দিয়েছেন। বিচারপতির সিনহার কথায়, ‘আসলে প্রচুর টাকার লেনদেন। তাই ক্ষমতা দখলের জন্যই এই ধরনের ঘটনা ঘটেছে।’

পঞ্চায়েত ভোট গণনার দিন রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে রিটার্নিং অফিসারের সই করা ব্যালট পেপার। যা নিয়ে বিচারপতি অমৃতা সিনহা রাজ্য নির্বাচন কমিশনের কাছে হলফনামা তলব করেন। আদালতের নির্দেশে বৃহস্পতিবার রিটার্নিং অফিসার এবং বিডিও এজলাসে হাজিরা দেন। ব্যালট পেপারও আদালতে পেশ করেন রিটার্নিং অফিসার।

কমিশনের উদ্দেশ্যে বিচারপতি বলেন, “আপনাদের অফিসার বলছেন যে ব্যালট পেপার রাস্তায় পাওয়া গিয়েছিল। সেগুলোতে তাঁদের সই ছিল। তাহলে তা কেন অস্বীকার করতে চাইছে কমিশন?” বুথের ভিতর ও বাইরের সিসিটিভি ফুটেজ রেজিষ্টার জেনারেলের কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে। হাইকোর্টের বিশেষজ্ঞ কমিটি এবং রেজিষ্টার জেনারেলের বিশেষজ্ঞ টিম ভিডিও খতিয়ে দেখে রিপোর্ট জমা দেবে। মামলার পরবর্তী শুনানি আগামী ২৬ জুলাই।