ব্রেকিং নিউজ লাইফস্টাইল

মাসে মাত্র ১৩০২ টাকা জমা দিলেই রিটার্ন ২৮ লক্ষ টাকা

LIC নিয়ে এল একটি নতুন পলিসি স্কিম। LIC-র এই নতুন স্কিমের নাম LIC Jeevan Umang পলিসি। যাতে প্রতি মাসে মাত্র ১৩০২ টাকা জমা করলেই মেয়াদ শেষে পাওয়া যাবে ২৮ লক্ষ টাকা।

দেশের নাগরিকদের অর্থনৈতিক সুরক্ষা দেওয়ার জন্য LIC বারবার নিয়ে এসেছে নানা রকমের স্কিম। LIC -র নতুন স্কিম LIC Jeevan Umang পলিসিতেও রয়েছে নানা সুবিধা।

মাত্র ৩ মাস বয়স থেকেই এই পলিসিতে বিনিয়োগ করা যাবে। শিশুর বাবা, মা অথবা অন্য কোনও অভিভাবক তার নামে এই পলিসি চালাতে পারবেন। দেশের যে কোনও নাগরিক এই LIC Jeevan Umang পলিসি করতে পারবেন। এই পলিসির ক্ষেত্রে বিমাকারী ব্যক্তির বয়স হতে হবে ৯০ দিন থেকে সর্বাধিক ৫৫ বছরের মধ্যে। পলিসির মেয়াদ কার্যকর থাকবে ১০০ বছর বয়স পর্যন্ত।

এই পলিসির ন্যূনতম বিমা রাশির পরিমাণ ২ লক্ষ টাকা এবং কোনও ঊর্ধ্বসীমা নেই। ফলে কোনো ব্যক্তি যত খুশি টাকার বিমা করতে পারেন এই পলিসিতে। বিমা করার দিন থেকে ১৫ বছর, ২০ বছর, ২৫ বছর এবং ৩০ বছর পর্যন্ত প্রিমিয়াম দেওয়া যাবে এবং বিমাকারী ব্যক্তি ১০০ বছর বয়স পর্যন্ত এই পলিসির রিটার্ন পাবেন। মেয়াদ থাকাকালীন তার মৃত্যু হলে সেই ব্যক্তির পরিবার বা নমিনি একটা বড় অঙ্কের টাকা পেয়ে যাবে।

একজন মানুষের যদি ৭০ বছর বয়সে প্রিমিয়াম দেওয়া শেষ হয়ে যায়, তাহলে সে আর্লি সার্ভাইভাল বেনিফিটস পেয়ে যাবে। এর পর ১০০ বছর হলে সে ম্যাচিওরিটির পুরো টাকা পেয়ে যাবে। কিন্তু যদি সেই ব্যক্তি ১০০ বছরের আগেই মারা যান তাহলে তার নমিনি সেই টাকা পেয়ে যাবেন।