‘ইন্ডিয়া’ জোট সরকার ক্ষমতায় এলেই ইডি, সিবিআই-এর মতো কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগিয়ে অত্যাচার বন্ধ করে দেবেন তিনি৷ আরামবাগের কামারপুকুরের সভা থেকে শনিবার এমনই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
চতুর্থ দফার ভোটের পর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক জনসভায় জোরের সঙ্গে দাবি করছেন, ‘ইন্ডিয়া’ জোটের সরকারই দিল্লিতে ক্ষমতায় আসছে৷ তৃণমূলও যে এই জোট সরকারকে সমর্থন করবে, সেকথাও জানিয়ে দিয়েছেন মমতা৷ তবে যথারীতি এ রাজ্যের কংগ্রেস এবং সিপিআইএম নেতৃত্বকে গুরুত্বই দিতে চাননি তৃণমূলনেত্রী।
কামারপুকুরের সভা থেকেও মুখ্যমন্ত্রী বলেন, “বাংলায় কোনও জোট নেই। কংগ্রেস-সিপিআইএমের মহাঘোঁট আছে। ‘ইন্ডিয়া’-টা আমার দেওয়া নাম। যার জন্য মোদীবাবু ‘ইন্ডিয়া’ নামটা সংবিধান থেকে তুলে দিলেন। আমি বলে দিচ্ছি, ‘ইন্ডিয়া’ ক্ষমতায় আসছে। ‘ইন্ডিয়া’ ক্ষমতায় এলে ইডি-র অত্যাচার, সিবিআই- এর অত্যাচার তুলে দেব। যদি দিল্লিতে আমাদের সরকার ক্ষমতায় আসে।”