লিড নিউজ

চিন–ভারত পরস্পর হুঁশিয়ারি, তপ্ত লাদাখ

চিন কী ভারতের সঙ্গে যুদ্ধ চাইছে?‌ এই প্রশ্নই আজ প্রাসঙ্গিক হয়ে দেখা দিয়েছে। কারণ উত্তেজনা কমানোর পরিবর্তে আবারও হুঁশিয়ারি দিল বেজিং। লাদাখে গলওয়ান উপত্যকায় ভারত–চিনের সেনার সংঘর্ষ ঘিরে এখন সপ্তমে অশান্তির পারদ। ভারতও পাল্টা দিতে পুরোপুরি প্রস্তুত। আর চিনকে তা বোঝাতে বুধবার নিয়ন্ত্রণরেখায় চিনের আগ্রাসনের ক্ষেত্রে বিরুদ্ধে সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিল কেন্দ্র।
চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র ঝাও লিঝিয়ান এদিন হুঁশিয়ারি বলেন, ‘‌ভারতীয় বাহিনী যেন একতরফা পদক্ষেপের মতো কিছু না করে, তার ফলে আরও জটিল হতে পারে সীমান্ত পরিস্থিতি।’‌ শান্তি বিঘ্নিত করে সংঘর্ষের দায় কার্যত ভারতের ঘাড়ে চাপিয়ে দেয় চিনের বিদেশমন্ত্রক। আর শান্তি বজায় রাখার সম্পূর্ণ প্রচেষ্টা করা হলেও সীমান্তে ভারতের এলাকায় চিনের কোনওরকম প্রবেশ–আগ্রাসন মেনে নেবে না বলে সাফ জানিয়ে দিল ভারত। পরিস্থিতি অনুযায়ী নিজেদের সিদ্ধান্ত নেওয়ার অনুমতি দেওয়া হল ভারতীয় সেনাবাহিনীকে।
এখানেই শেষ নয়, চিনের বিদেশমন্ত্রক বিবৃতি দিয়ে জানায়, ভারতীয় সেনাবাহিনী সীমান্ত পেরিয়ে চিনের বাহিনীর উপর অতর্কিতে হামলা চালিয়েছিল। ভারত তা ফুৎকারে উড়িয়ে দিয়ে বলেছে, নিজের সীমানাতেই ছিল ভারত। আর তাই থাকেও। হামলা করেছিল চিনই। ফলে সীমান্তের উদ্বেগজনক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে।