রাজ্য লিড নিউজ

বিজেপি ক্ষমতায় এলে বঙ্গে অনুপ্রবেশ সমস্যা মিটবে, বনগাঁয় অমিত শাহ

সীমান্তরক্ষী বাহিনীর একটি অনুষ্ঠানে যোগ দিতে রবিবার বনগাঁয় আছেন অমিত শাহ। সেই অনুষ্ঠানের মঞ্চ থেকেই স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা, “বিজেপি ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশের সমস্যা আর থাকবে না। বাংলাদেশ সীমান্ত দিয়ে বেআইনি অনুপ্রবেশ বন্ধ করে দেবে বিজেপি সরকার।”

এদিন পেট্রাপোল সীমান্তে যাত্রী টার্মিনাল ভবন এবং মৈত্রী দ্বার উদ্বোধন করলেন শাহ। দিনকয়েক আগেই বঙ্গে আসার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। তবে ‘দানা’ ঘূর্ণিঝড়ের কারণে মন্ত্রীর সেই উড়ান স্থগিত রাখা হয়।

বঙ্গে ছয় বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের আগে একগুচ্ছ কর্মসূচি হাতে নিয়ে শনিবার রাত ১০.২৫ মিনিটে অমিত শাহকে সঙ্গে নিয়ে কলকাতা বিমানবন্দরে অবতরণ করে বিএসএফের একটি বিমান। দমদম বিমানবন্দর থেকে সোজা রাজারহাটের হোটেলে চলে যান শাহ। রবিবার সকালে বিএসএফের একটি অনুষ্ঠানে যোগ দিতে হেলিকপ্টারে কল্যাণী পৌঁছে যান অমিত শাহ।

এরপর বিজেপির ‘সদস্য সংগ্রহ অভিযান’ কর্মসূচিতে যোগ দিয়ে বঙ্গে আসন্ন ছয় বিধানসভা আসনের উপনির্বাচন উপলক্ষ্যে রাজ্য নেতৃত্বের সঙ্গে একদফা বৈঠক করেন তিনি।