আজ পুলওয়ামা হামলার দ্বিতীয় বর্ষপূর্তি। আর ভ্যালেন্টাইন ডে’ও। আর আজকের দিনেও ফের বড় হামলা হতে চলেছিল ভূস্বর্গে। জোর বাঁচা বেঁচে গেল সবাই। ভালবাসার দিন রক্তাক্ত বাঙা হতে পারত! পুলওয়ামার হামলার পুনরাবৃত্তি ফের হতো। অবশেষে সেনাবাহিনীর তৎপরতায় বড় নাশকতার ছক বানচাল হল। স্বস্তির নিঃশ্বাস ফেলল দেশবাসী।
ঠিক কী হয়েছিল? সেনাবাহিনী সূত্রে খবর, জম্মুর বাসস্ট্যান্ড থেকে সাত কেজি আইইডি বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। যা রাখা হয়েছিল বিস্ফোরণের জন্য। এই ঘটনায় এলাকার বিভিন্ন জায়গায় নাকা চেকিং শুরু করেছে পুলিশ ও সেনার যৌথবাহিনী। আজ পুলওয়ামা হামলার দ্বিতীয় বছর পূর্ণ হল। আজকের দিনেই হয়তো একই ধাঁচের কোনও হামলার ছক কষেছিল জঙ্গি সংগঠন। এই বিষয়ে কোনও গোয়েন্দা সতর্কতা ছিল না। তবে সজাগ দৃষ্টি রাখায় বড় বিপদ থেকে রক্ষা পাওযা গেল।
গত কয়েকদিন ধরেই উপত্যকায় একাধিক জঙ্গি সংগঠনের সদস্যরা অতিসক্রিয় হয়ে উঠেছে বলে খবর ছিল। এদিন সাত কেজি আইইডি উদ্ধারের পর বাড়তি সতর্কতা অবলম্বন করেছে নিরাপত্তা বাহিনী। সাম্বায় সুড়ঙ্গের খোঁজ ও অস্ত্র, বিস্ফোরকের হদিশের মতো ঘটনা ঘটেছে। তাই জঙ্গি সংগঠনগুলি অস্তিত্ব সংকটে ভুগছে। আর তাই উপত্যকায় তারা নাশকতার ছক কষতে পারে বলে আন্দাজ করেছিল নিরাপত্তা বাহিনী। তাই উপত্যকার বিভিন্ন এলাকায় নাকা চেকিং আরও জোরদার করা হয়েছিল।
উল্লেখ্য, গত কয়েক মাসে বারবার জম্মুর সাম্বা জেলা খবরের শিরোনামে চলে আসছে। আন্তর্জাতিক সীমানার কাছাকাছি হওয়ায় ওই এলাকা পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই–এর টার্গেট হয়ে যাচ্ছে। তার মধ্যে ওই এলাকায় সুড়ঙ্গের খোঁজ মিলেছিল। সেই সুড়ঙ্গ ধরে অস্ত্র ও বিস্ফোরক আসত পাকিস্তান থেকে বলে প্রমাণও পেয়েছেন সেনা আধিকারিকরা। সাম্বার হাইওয়ে এলাকায় অনুপ্রবেশ হচ্ছে বলেও সেনার কাছে খবর ছিল।