বিনোদন ব্রেকিং নিউজ

এবার আন্তর্জাতিক ট্যুইস্ট নিয়ে ‘পুষ্পা ৩’ ছবির ভাবনা

‘পুষ্পা ২’ ছবির পর বর্তমানে অল্লু অর্জুন অনুরাগীরা এখন অপেক্ষায় ‘পুষ্পা: দ্য রুল’ ছবির। ‘পুষ্পা ২’ ছবির টিজার ও প্রথম লুক পোস্টার বিপুল সাড়া ফেলেছে মুক্তির সঙ্গে সঙ্গেই। আর সেই আবহেই শোনা যাচ্ছে ‘পুষ্পা ২’-তেই শেষ নয়, এই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবিরও পরিকল্পনা শুরু হয়ে গিয়েছে।

‘পুষ্পা’ নির্মাতারা ছবির তৃতীয় কিস্তির কথাও ভাবছেন । সূত্রের খবর, তৃতীয় ছবির নাম হবে ‘পুষ্পা ৩: দ্য রুল বিগিনস’। এমনকি অল্লু অর্জুন অভিনীত এই ব্লকবাস্টারের তৃতীয় ছবিতে থাকবে আন্তর্জাতিক ট্যুইস্ট এবং সেই ছবিতে এক শক্তিশালী ডন হিসেবে পুষ্পারাজের উত্থান দেখান হবে আরও বিস্তারিতভাবে।

অন্যদিকে, অল্লু অর্জুন আপাতত ব্যস্ত পূর্ব ঘোষিত ‘পুষ্পা ২’-এর শ্যুটিংয়ে। এই মাসের শুরুতে তেলুগু তারকার জন্মদিনের আগের সন্ধ্যায় ছবির প্রথম পোস্টার শেয়ার করা হয়। অল্লু অর্জুনকে দেখা যায় শাড়ি পরে, মুখে লাল ও নীল রঙের বিশেষ মেক-আপে। সঙ্গে পরনে ছিল চুড়ি, গয়না, নাকছাবি, ঝুমকো দুলও। অল্লু অর্জুনের এই বিশেষ পোস্টার তুমুল হইচই ফেলে অনুরাগী মহলে। ছবি পোস্ট করে ক্যাপশনে অভিনেতা লেখেন, ‘পুষ্পা ২ দ্য রুল বিগিনস’। সুকুমারের লেখা ও পরিচালনায় তৈরি ‘পুষ্পা: দ্য রাইজ’ মুক্তি পেয়েছিল ২০২১ সালে। অজস্র ইতিবাচক রিভিউর সঙ্গে এই ছবি দেশজুড়ে প্রশংসিত হয় ।