আবাস যোজনার তালিকায় নাম না থাকায়, প্রতিবাদে এক আইসিডিএস কর্মীকে আটকে রেখে বিক্ষোভ গ্রামবাসীদের।
শনিবার ঘটনাটি ঘটেছে পুরুলিয়া ২ নম্বর ব্লকের আনাই জামবাদ গ্রামে। খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছান পুরুলিয়া ২ নম্বর ব্লকের বিডিও এবং পুরুলিয়া মফস্বল থানার পুলিশ। এরপর গ্রামবাসীদের অনেক বুঝিয়ে ওই আইসিডিএস কর্মীকে উদ্ধার করা সম্ভব হয়।
জানা গেছে, পুরুলিয়া দু’নম্বর ব্লকের আনাই জামবাদ এক নম্বর ও দু নম্বর বুথে মোট ১৭৯ জনের নামে আবাস যোজনার নতুন তালিকা প্রকাশিত হয়েছে। অভিযোগ সেই তালিকা থেকে প্রায় ২০০র বেশি ন্যায্য প্রাপকদের নাম বাদ গিয়েছে। ঘটনার পরিপ্রেক্ষিতে ক্ষোভে ফুটছে গ্রামের মানুষ। এরই মাঝে এদিন গ্রামে পৌঁছান আবাস যোজনায় সমীক্ষার দায়িত্বে থাকা আইসিডিএস কর্মী সুমিত্রা মাহাতো।
সুমিত্রা মাহাতোকে সামনে পেয়ে এদিন গ্রামবাসীরা ওই আইসিডিএস কর্মীকে প্রশ্ন করেন, কি কারনে তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়া হয়েছে? যদিও এই প্রশ্নের কোন সদুত্তর দিতে পারেনি সুমিত্রা দেবী, এমনটাই অভিযোগ। এরপরে গ্রামবাসীরা আরও ক্ষোভে ফেটে পড়েন। আইসিডিএস কর্মীকে আটকে রেখে বিক্ষোভ দেখাতে থাকেন। খবর পেয়ে ঘটনাস্থলে ব্লক উন্নয়ন আধিকারিক দেবজিৎ রায় পৌঁছে গ্রামবাসীদের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস দেন। এরপর বিক্ষোভ তুলে নেন গ্রামবাসীরা।
You must be logged in to post a comment.