খেলাধুলা ব্রেকিং নিউজ

ICC World Cup 2023 : বিশ্বকাপের দল ঘোষনা করল টিম ইন্ডিয়া

আসন্ন বিশ্বকাপের কথা মাথায় রেখে এবার দল গুছিয়ে নিল টিম ইন্ডিয়া। ৫ অক্টোবর থেকে ভারতের মাটিতে শুরু এক দিনের বিশ্বকাপ। চলবে ১৯ নভেম্বর পর্যন্ত। একদিনের ক্রিকেট বিশ্বকাপের জন্য কে কে থাকছে দলে দেখে নিন:

রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, ঈশান কিষান, কেএল রাহুল, হার্দিক পান্ডিয়া (সহ অধিনায়ক), সূর্য কুমার যাদব, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দূল ঠাকুর, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সামি, মহম্মদ সিরাজ এবং কুলদীপ যাদব।

উইকেটকিপার সঞ্জু স্যামসন, পেস বোলার প্রসিদ্ধ কৃষ্ণা এবং তরুণ ব্যাটার তিলক বর্মা এই বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করতে পারলেন না। যদিও আনফিট কেএল রাহুলকে এই দলে নেওয়া হয়েছে। যদি নির্দিষ্ট সময়ের মধ্যে তিনি ফিট না হতে পারেন, তাহলে সঞ্জু স্যামসনকে তাঁর জায়গায় নেওয়া হবে। স্যামসন রিজার্ভ ক্রিকেটার হিসেবে ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে থাকবেন।