খেলাধুলা দেশ ব্রেকিং নিউজ

ICC World Cup 2023: বিশ্বকাপের আগে ভারতীয় দলে রদবদল, দলে জায়গা পেলেন এই তারকা বোলার

বিশ্বকাপের ভারতীয় দলে বিশাল রদবদল। শেষমুহূর্তে দলে সুযোগ পেলেন তারকা বোলার। দলের এক তারকা ক্রিকেটার চোটের কারণে ছিটকে গিয়েছেন। তাঁর জায়গায় অভিজ্ঞ ক্রিকেটারে ভরসা রাখলেন নির্বাচকরা। বিশ্বকাপ শুরু হতে বাকি আর হাতে গোনা কয়েকটা দিন। ইতিমধ্যেই ভারতে পৌঁছতে শুরু করেছে বিশ্বকাপে সুযোগ পাওয়া দলগুলি। ক্রিকেটপ্রেমীরা মুখিয়ে রয়েছেন বিশ্বকাপের জন্য। তবে বিশ্বকাপ শুরুর একসপ্তাহ আগে ভারতীয় দলে রদবদলের ঘোষণা করল ভারত।

এশিয়া কাপে চোট পান ভারতের অলরাউন্ডার অক্ষর প্যাটেল। চোট পেলেও বিশ্বকাপের প্রাথমিক তালিকায় তাঁকে রাখা হয়েছিল। তবে অক্ষর কবে সুস্থ হয়ে ফিরবেন ঠিক নেই। সম্ভবত বিশ্বকাপের আগে বাইশ গজে দেখা যাবে না অক্ষরকে। তাঁর পরিবর্তে রবিচন্দ্রন অশ্বিনকে বিশ্বকাপের দলে অন্তর্ভুক্ত করল ভারত।

কারা থাকছেন বিশ্বকাপের ভারতীয় দলে: রোহিত শর্মা (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া (সহ অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আয়ার, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, ঈশান কিশন, শার্দূল ঠাকুর, রবীন্দ্র জাডেজা, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, মহম্মদ শামি, যশপ্রীত বুমরা এবং মহম্মদ সিরাজ।