সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। এই তকমাটা বোধহয় আর রইল না। কারণ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল দাবি করেছে, সারা বিশ্বে ফুটবলের থেকে ক্রিকেট বেশি জনপ্রিয়। আর এই নিয়ে প্রমাণও দিয়েছে তারা। ফুটবল বনাম ক্রিকেটের লড়াই নতুন কিছু নয়। এই লড়াইয়ে অংশগ্রহণ করেন দুই খেলার সমর্থকরা। তবে ফিফা কিন্তু কখনও প্রমাণ করতে নামেনি, ফুটবলই সব থেকে জনপ্রিয় খেলা।
কিভাবে তা প্রমাণ করল আইসিসি? ক্রিকেটকে বেশি জনপ্রিয় দাবি করার জন্য আইসিসি’র অস্ত্র ফেসবুকের ভিডিও ভিউ। সেটাকেই এই লড়াইয়ে মূল বিচার্য বলে মনে করেছে আইসিসি। শুক্রবার আইসিসি আনুষ্ঠানিকভাবে তথ্য দিয়ে দাবি করেছে, ক্রিকেটই বেশি জনপ্রিয়। ফেসবুকের ভিউয়ারশিপ সংখ্যা জানানোর টুল ক্রাউডট্যাঙ্গেল–এর বিচারে সব খেলার মধ্যে ক্রিকেটের ভিডিও ভিউ সবচেয়ে বেশি। আর এই তথ্য দেখার পর আনন্দে মাতোয়ারা আইসিসি। এমনকী চলতি বছরের প্রথম ছ’মাসে ১.৬৫ বিলিয়ন ফেসবুক ব্যবহারকারী আইসিসি’র ভিডিও দেখেছেন।
তথ্য দিয়ে জানানো হয়েছে, লকডাউনের সময় আইসিসি’র পেজে কমেন্ট বেড়েছে। সেই সংখ্যাও ফিফার পেজে কমেন্টের থেকে প্রায় আড়াই গুণ বেশি। অনূর্ধ–১৯ বিশ্বকাপের ফাইনালে ভারত বনাম বাংলাদেশ ম্যাচের দিনই আইসিসি’র ফেসবুক পেজের ইন্টারাকশন ৪.৪ মিলিয়ন হয়েছিল। অনূর্ধ ১৯ বিশ্বকাপে ফেসবুকে আইসিসির ভিডিও ভিউয়ের মোট সংখ্যা ছিল ৭৪৭ মিলিয়ন।
