একদিকে গ্রেপ্তার। অন্যদিকে ভুরিভোজ। এই পরিস্থিতি তৈরি হয়েছে উত্তরবঙ্গের জেলায়। গ্রেপ্তার হওয়া বিজেপি কর্মীদের থানায় বসিয়ে মাংস ভাত খাইয়েছিলেন থানার আইসি। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ঠিক তার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই জলপাইগুড়ির কোতয়ালি থানার আইসিকে বদলি করে দেওয়া হল পূর্ব মেদিনীপুরের কাঁথিতে। যদিও প্রশাসনের দাবি, এটা রুটিন বদলি। আসলে তৃণমূলের শাসনে বিজেপি কর্মীদের গ্রেপ্তার করে চব্য, চষ্য খাওয়ানো মেনে নিতে না পেরেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, মঙ্গলবার ছিল বিজেপি’র উত্তরবঙ্গ বনধ। বিভিন্ন জায়গার সঙ্গে জলপাইগুড়িতেও বিজেপি কর্মীদের বিরুদ্ধে জোর করে দোকান বন্ধ করার অভিযোগ ওঠে। পরিস্থিতি সামলাতে নামে জলপাইগুড়ির কোতয়ালি থানার পুলিশ। গ্রেপ্তার করা হয় মহিলা–সহ বেশ কয়েকজনকে। থানার মধ্যেই বিজেপি কর্মীরা জানান, তাঁদের খিদে পেয়েছে। ফলে মধ্যাহ্নভোজে গরম ভাত ও খাসির মাংস আয়োজন করে পুলিশ। খাওয়ার ছবিও ভাইরাল হয়ে যায়। বুধবারই বদলির আদেশ পান জলপাইগুড়ি কোতয়ালি খানার আইসি বিশ্বাশ্রয় সরকার।
প্রশাসনিক সূত্রে খবর, পূর্ব মেদিনীপুরের কাঁথিতে কোর্ট ইনস্পেক্টরের পদে তাঁকে বদলি করা হয়। থানায় বসিয়ে বিজেপি কর্মীদের ভুরিভোজ করানোর জেরেই এই বদলি বলে অনেকেই বলছেন। যদিও প্রশাসনিক মহলে এই বদলিকে রুটিন বদলি বলে বর্ণনা করা হয়েছে। তবে জলপাইগুড়ির স্থানীয় মানুষজন জানান, এই অফিসারের তিন বছরে শহরের অপরাধ অনেকটাই কমেছিল। এছাড়াও সামাজিক কাজেও তিনি এগিয়ে আসতেন। তাই এই বদলি নিয়ে জল্পনা শুরু হয়েছে।