আন্তর্জাতিক

লাদাখে চিনের চপার, তাড়া করল বায়ুসেনা

চিন কী এবার ভারতের সঙ্গে যুদ্ধ করতে চাইছে?‌ এই প্রশ্ন এখন উঠতে শুরু করেছে। কারণ উত্তর সিকিমের নাকু লা–য় উত্তেজনার পর এবার লাদাখে ফের উত্তেজনা তৈরি করল চিন। লাদাখের কাছে নিয়ন্ত্রণরেখার সামনে দিয়ে উড়েছে চিনের বায়ুসেনার চপার। এই খবর পেয়েই নিয়ন্ত্রণরেখায় টহলদারি চালায় ভারতীয় বিমান বাহিনী। লাদাখে লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোলে ঢুকে পড়ল চিনের সেনা চপার। আর তা দেখা মাত্রই ওইসব চপারদের তাড়া করে বায়ুসেনার ফাইটার জেট।
পরিস্থিতি যে ক্রমাগত উত্তপ্ত হয়ে উঠছে তা এই কাজকর্মের মধ্যে দিয়েই প্রকাশ পাচ্ছে। লাদাখের কাছে নিয়ন্ত্রণে রেখায় চিনের চপার দেখা যেতেই সেখানে পেট্রোলিংয়ের জন্য উড়ে গিয়েছে ভারতীয় বায়ুসেনার ফাইটার জেট। এই খবর জানিয়েছে সংবাদসংস্থা এএনআই। এদিকে কেন্দ্রের পক্ষ থেকে জানা যাচ্ছে, চিনের চপারগুলি এলএসি অতিক্রম করেনি। তবে সম্প্রতি পাকিস্তানের এফ–১৬এস এবং এফ–১৭এস বিমান দেশের পূর্ব সীমান্তে পেট্রোল শুরু করায় চিনের চপারের বিষয়টি গুরুত্ব দেওয়া হচ্ছে। কারণ লেহ ও লাদাখে দুটি এয়ার বেস রয়েছে। একটি হল লেহ–তে এবং অন্যটি তৈসে–তে।
উল্লেখ্য, গত সপ্তাহে এই ঘটনা ঘটে। ঠিক তার পর পরই উত্তর সিকিমে প্রকৃত নিয়ন্ত্রণরেখার কাছে হাতাহাতিতে জড়িয়ে পড়েন ভারত–চিন বাহিনীর সদস্যরা। এই সংঘর্ষের দুই পক্ষেরই কয়েকজন করে সেনা আহত হন বলে খবর। দুই সেনার ‘ফেস অফ’ কিছুক্ষণ ধরে চলে। প্রোটোকল মেনে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হয়ে যায়। কিন্তু এখন যে সমস্যা তৈরি করল চিন তা মিটবে কী?‌ উঠছে প্রশ্ন।